নিউ ইয়র্কে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে
https://parstoday.ir/bn/news/world-i107608-নিউ_ইয়র্কে_করোনা_সংক্রমণ_সর্বোচ্চ_পর্যায়ে_পৌঁছেছে
আমেরিকার নিউ ইয়র্ক শহরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে সেখানে  প্রতিদিন ১০ হাজারের বেশি মানুষের কোভিড শনাক্ত হচ্ছে, যা চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৭, ২০২২ ১০:৩৯ Asia/Dhaka
  • নিউ ইয়র্কে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে

আমেরিকার নিউ ইয়র্ক শহরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে সেখানে  প্রতিদিন ১০ হাজারের বেশি মানুষের কোভিড শনাক্ত হচ্ছে, যা চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি।

নিউ ইয়র্ক সিটিতে গত সাত দিনে গড় শনাক্তের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ। এমন পরিস্থিতিতে মেয়র এরিক অ্যাডামস আরও বেশি মানুষকে টিকা ও বুস্টার ডোজ নেয়ার জন্য উত্সাহিত করছেন।

অন্যদিকে, একসময় মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচিত জনসন অ্যান্ড জনসনের কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যবহার সীমিত করে দিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ। তবে হোয়াইট হাউয কোভিড রেসপন্স কো-অর্ডিনেডর আশিষ ঝা বলছেন, এ নিয়ে ভয়ের কিছু নেই। তিনি এখনও বিশ্বাস করেন জনসন অ্যান্ড জনসন একটি ভাল ভ্যাকসিন।

চলতি সপ্তাহের প্রথম দিকে নিউ ইয়র্ক শহরকে কোভিডের জন্য মধ্যম সতর্কতার স্তরে রাখা হয়েছে। এর চেয়ে বেশি ঝুঁকির সতকর্তা জারির অর্থ হবে ইনডোরেও টিকা গ্রহণ  বাধ্যতামূলক করা হবে।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।