দলত্যাগী এমপিদের জেলে পাঠানো উচিত: ইমরান খান
https://parstoday.ir/bn/news/world-i107686-দলত্যাগী_এমপিদের_জেলে_পাঠানো_উচিত_ইমরান_খান
পাকিস্তানের  তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হন নিজ দলের আসন ধরে রাখার জন্য। কিন্তু দলীয় আনুগত্য ভঙ্গ করে যখন তারা বিক্রি হয়ে যাযন তখন তাদেরকে জেলে পাঠানো উচিত।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ০৮, ২০২২ ১৮:৪৮ Asia/Dhaka
  • ইমরান খান
    ইমরান খান

পাকিস্তানের  তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হন নিজ দলের আসন ধরে রাখার জন্য। কিন্তু দলীয় আনুগত্য ভঙ্গ করে যখন তারা বিক্রি হয়ে যাযন তখন তাদেরকে জেলে পাঠানো উচিত।

রাজধানী ইসলামাবাদে পাঞ্জাব প্রদেশের আইনপ্রণেতাদের এক সমাবেশে আজ (রোববার) বক্তৃতা দেয়ার সময় ইমরান খান এসব কথা বলেন। তিনি বলেন, নিজ দলের আনুগত্য ভুলে কিছু সংসদ সদস্য কেন অন্য পক্ষে চলে গেছে তা সহজেই অনুমান করা যায়। তারা সুস্পষ্টভাবে তাদের বিবেক ও নীতিবোধ বিক্রি করে দিয়েছে। তাদের লজ্জিত হওয়া উচিত এবং তাদের সোজা জেলে পাঠানো উচিত

পাঞ্জাব প্রাদেশিক পরিষদে সেখানকার দলীয় আইনপ্রণেতারা শেষ মুহূর্ত পর্যন্ত যে লড়াই করেছেন তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইমরান খান তার বক্তব্য শুরু করেন। ইমরান খান বলেন, যে সমস্ত সংসদ সদস্য দলীয় আনুগত্য ভুলে অর্থের বিনিময়ে অন্যপক্ষে চলে গেছেন তারা নিজেদেরকে চিরদিনের জন্য অপমানিত করেছেন এবং লোকজন তাদের সন্তানদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে কথা শোনাবে

সাবেক প্রধামন্ত্রী বলেন, কিছু লোক আমাকে বিরোধীদলের আইনপ্রণেতাদের অর্থের বিনিময়ে দলে ভেড়ানোর পরামর্শ দিয়েছিলেন এবং আমি তা করতেও চেয়েছিলাম। এই অর্থ কিছু লোক সরবরাহ করার জন্য প্রস্তুত ছিলেন। শেষ পর্যন্ত আমি তা গ্রহণ করি নি এই কারণে যে, আজকে যারা অর্থ দিয়ে বিরোধীদলের আইনপ্রণেতাদের কিনতে সহায়তা করবেন কাল তারা এই অর্থ তোলার জন্য রাজনৈতিক সুবিধা গ্রহণ করবেন

ইমরান খান জোরালোভাবে বলেন, যে সমস্ত লোক দল ছেড়ে অর্থের বিনিময়ে অন্য দলে যোগ দিয়েছেন তারা কখনোই নিজের আসন থেকে নির্বাচনে জিততে পারবেন না, রাজনীতিতে তাদের দিন শেষ। তারা জানেন না পাকিস্তান বদলে গেছে।#

পার্সটুডে/এসআইবি/০৮