মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নাৎসি প্রচার মন্ত্রণালয়ে পরিণত হয়েছে: রাশিয়া
রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান সের্গেই নারিশকিন বলেছেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নাৎসি বাহিনীর প্রচার ও গুজব মন্ত্রণালয়ের মতো অপপ্রচার শুরু করেছে। তিনি বুধবার মস্কোয় এক বক্তৃতায় বলেন, নাৎসি বাহিনীর প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের মন্ত্রণালয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যা করত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে সেই একই কাজ করতে শুরু করেছে।
তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তার অধীনস্তদের এই মর্মে নির্দেশ দিয়েছে যে, তারা যেন অবিরাম রাশিয়ার বিরুদ্ধে গালিগালাজ ও অপমানকর ভাষা প্রয়োগ করে এবং অরুচিকর ছবি প্রকাশ করে। এ কাজে আমেরিকার উদ্দেশ্য রাশিয়ার বেসামরিক নাগরিকদের মাঝে ‘সবচেয়ে কাল্পনিক ভুয়া খবর’ প্রচার করা।
রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান বলেন, ওয়াশিংটন বিশ্বাস করে এ ধরনের বাজে প্রচার চালিয়ে রাশিয়ার জনগণকে এদেশের সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলা যাবে এবং এদেশের জনগণ ওই প্রচারণায় প্রভাবিত হয়ে রাশিয়ায় পশ্চিমাদের স্বার্থ রক্ষাকারী কথিত ‘লিবারেল ডেমোক্র্যাটিক’ সরকার প্রতিষ্ঠা করে দেবে।
ওয়াশিংটন মস্কোর বিরুদ্ধে এ ধরনের লক্ষ্য বাস্তবায়নের কাজে সম্পূর্ণ ব্যর্থ হবে- উল্লেখ করে নারিশকিন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে গোয়েবলসের মিথ্যা প্রচারের থিওরি সফল হয়নি বরং ব্যর্থ হয়েছিল।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, রাশিয়ার ওপর যেকোনো উপায়ে চাপ প্রয়োগ করে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ওয়াশিংটন সম্ভাব্য সব কিছু করবে।#
পার্সটুডে/এমএমআই/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।