রাশিয়ার অভিযোগ
বিপুল পরিমাণ খাদ্যশস্য পুড়িয়ে দিয়েছে ইউক্রেনের গেরিলারা
-
মারিওপল শহরে পুড়িয়ে দেয়া খাদ্যশস্য
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী গেরিলা গোষ্ঠী মারিওপল শহরের সমুদ্রবন্দরে একটি বিশাল গুদাম পুড়িয়ে দিয়েছে যাতে বিপুল পরিমাণ খাদ্যশস্য মজুদ ছিল। রাশিয়া দাবি করছেন, ইউক্রেনের উগ্র গেরিলা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ওই খাদ্য গুদাম পুড়ে দেয়।
রাশিয়া বলছে, মারিওপল শহরের লোকজনের কাছে যাতে খাদ্য-দ্রব্য সরবরাহ না করা যায় সেজন্য গেরিলারা ওই খাদ্যগুদাম পুড়িয়ে দেয়। এতে ৫০ হাজার টনের বেশি খাদ্যশস্য নষ্ট হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এই অমানবিক অপরাধের মধ্যদিয়ে পুরো বিশ্ববাসীর কাছে ইউক্রেন সরকারের প্রকৃত চেহারা উন্মোচিত হয়েছে। পাশাপাশি নিজেদের জনগোষ্ঠীর বিরুদ্ধে তাদের খাদ্য সন্ত্রাসবাদের বিষয়টিও পরিষ্কার হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, কথিত পশ্চিমা সভ্য সমাজ যখন ইউক্রেনের সরকারকে সমর্থন করছে এবং বিশ্বে খাদ্য সংকট সৃষ্টির জন্য রাশিয়াকে দায়ী করছে তখন ইউক্রেনের গেরিলা গোষ্ঠী এই জঘন্য অপরাধযজ্ঞ চালাল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, ইউক্রেনের সাধারণ জনগণের প্রতি সমর্থন জানিয়ে রাশিয়া অভিযান পরিচালনা করেছে, সেখানকার লোকজনকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেছে এবং সামরিক লক্ষ্যবস্তু ছাড়া একটি বেসামরিক ও সামাজিক স্থাপনায় হামলা চালায় নি।#
পার্সটুডে/এসআইবি/৮