খাদ্যশস্য রপ্তানি করার শর্ত দিল ইউক্রেন
https://parstoday.ir/bn/news/world-i109030-খাদ্যশস্য_রপ্তানি_করার_শর্ত_দিল_ইউক্রেন
ইউক্রেন বলেছে, নিজের নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো  খাদ্যশস্য রপ্তানি করা হবে না। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা পরিষদের সচিব অ্যালেক্সি দানিলভ একথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৯, ২০২২ ১৮:৫২ Asia/Dhaka
  • রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে বিশ্ব
    রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে বিশ্ব

ইউক্রেন বলেছে, নিজের নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো  খাদ্যশস্য রপ্তানি করা হবে না। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা পরিষদের সচিব অ্যালেক্সি দানিলভ একথা বলেছেন।

ইউক্রেনের বিরুদ্ধে বর্তমানে রাশিয়ার সামরিক অভিযান চালাচ্ছে। ‘নিরাপত্তা নিশ্চত হওয়া’ বলতে সম্ভবত তিনি রুশ সামরিক অভিযান বন্ধের কথা বলতে চেয়েছেন।

ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে দানিলভ ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি তুলে ধরে বলেন, “ওই বিবৃতি অনুসারে প্রথম বিষয় হচ্ছে ইউক্রেনের নিরাপত্তা এবং তার পরের বিষয়টিও ইউক্রেনের নিরাপত্তা। অর্থাৎ ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশের ভেতর থেকে কোনো খাদ্যশস্য পৃথিবীর কোথাও যাবে না। কারণ দেশের নিরাপত্তা হচ্ছে আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়।”

একইসঙ্গে তিনি দাবি করেন, খাদ্য পরিস্থিতির বিষয়টি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে ইউক্রেন কর্তৃপক্ষ নিজেদের দায়িত্বের ব্যাপারে সতর্ক রয়েছে। দানিলভ জোর দিয়ে বলেন, কেউ চায়না বিশ্ব ক্ষুধার্থ থাকুক।#

পার্সটুডে/এসআইবি/৯