সাংবাদিক আবু আকলেকে ইসরাইলি বন্দুকধারী হত্যা করেছে
(last modified Mon, 13 Jun 2022 01:45:16 GMT )
জুন ১৩, ২০২২ ০৭:৪৫ Asia/Dhaka
  • আবু আকলে
    আবু আকলে

ফিলিস্তিনে কর্মরত আল-জাজিরার সিনিয়র সাংবাদিক আবু আকলেকে ইহুদিবাদী ইসরাইলের একজন বন্দুকধারীর গুলি করে হত্যা করেছে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট তাদের নিজস্ব তদন্ত প্রতিবেদনে একথা বলেছে।

গতকাল (রোববার) ওয়াশিংটন পোস্ট তাদের এই প্রতিবেদন প্রকাশ করেছে। বহু সংখ্যক প্রত্যক্ষদর্শীর বর্ণনা, বিভিন্ন রকমের ভিডিও পর্যালোচনা, বন্দুকের গুলির শব্দের নানা আঙ্গিকে বিশ্লেষণ এবং দুইবার ঘটনাস্থল পরিদর্শন থেকে পাওয়া তথ্য চিত্রের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

গত ১১ মে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের উত্তরাংশে সাংবাদিক আবু আকলেকে গুলি করে হত্যা করা হয়। তার মাথায় গুলি লাগলে তিনি মারা যান। এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে এবং ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে।

ওয়াশিংটন পোস্টের এই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গুলি বর্ষণের সময় একজন স্নাইপার আবু আকলে থেকে ১৮৩ মিটার দূরে অবস্থান করছিলেন যেখানে ইহুদিবাদী ইসরাইলের সেনারা একটি গাড়ি বহর মোতায়েন করেছিল।

এর আগে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর দাবি করেছে ফিলিস্তিনি বন্দুকধারীদের পক্ষ থেকে ছোড়া গুলিতে সাংবাদিক আবু আকলে নিহত হয়েছে ন। কিন্তু ওয়াশিংটন পোস্টের এই তদন্ত প্রতিবেদন বলছে, ইসজরয়েল তার দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থিত করতে পারেনি।#

পার্সটুডে/এসআইবি/১৩