ইউক্রেন সীমান্তে রাশিয়ার যুদ্ধবিমান এসইউ-২৫ বিধ্বস্ত
https://parstoday.ir/bn/news/world-i109372-ইউক্রেন_সীমান্তে_রাশিয়ার_যুদ্ধবিমান_এসইউ_২৫_বিধ্বস্ত
ইউক্রেন সীমান্তে রাশিয়ার ভূখণ্ডে এসইউ-২৫ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার গণমাধ্যম আরটি জানিয়েছে, আজ (শুক্রবার) বেলগরোদ অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ১৭, ২০২২ ১৮:০৩ Asia/Dhaka
  • এসইউ-২৫ মডেলের একটি যুদ্ধবিমান
    এসইউ-২৫ মডেলের একটি যুদ্ধবিমান

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ভূখণ্ডে এসইউ-২৫ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার গণমাধ্যম আরটি জানিয়েছে, আজ (শুক্রবার) বেলগরোদ অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়।

রুশ সামরিক বাহিনী জানিয়েছে, বিমানটিতে কারিগরী ত্রুটি দেখা দেয়ার পর তা বিধ্বস্ত হয় তবে পাইলট বিমান থেকে নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন এবং তাকে উদ্ধার করা হয়েছে।  

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরী ত্রুটি দেখার দেয়ার পর বিমানটি কোরোচানস্কি এলাকার ভূমিতে পড়ে। এলাকাটি আঞ্চলিক রাজধানী বেলগরোদ থেকে উত্তর-পূর্বে অবস্থিত। জরুরি বিভাগ জানিয়েছে, বিমানটি মাটিতে পড়া পর বিস্ফোরতি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ঘর-বাড়ি কিংবা অবকাঠামোর কোনো ক্ষতি হয় নি।

এসইউ-২৫ হচ্ছে এক আসনের যুদ্ধবিমান এবং বিশ্বের বিভিন্ন দেশে গত ৪০ বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। সাবসনিক ধরনের এ বিমান স্থল বাহিনীর অভিযানের সময় দারুন সমর্থন দিতে পারে। রাশিয়ার বিমান বাহিনীতে ২০০’র বেশি এ বিমান রয়েছে। তার মধ্যে ৮০টির মতো উন্নত করা হয়েছে যা এসইউ-২৫এসএম মডেল বলে পরিচিত।#

পার্সটুডে/এসআইবি/১৭