ফিলিপাইনে শপথ নিলেন নতুন প্রেসিডেন্ট; দুতের্তের মেয়েও ক্ষমতার অংশীদার
(last modified Thu, 30 Jun 2022 14:11:31 GMT )
জুন ৩০, ২০২২ ২০:১১ Asia/Dhaka
  • সারা (বামে) ও মার্কোস (ডানে)
    সারা (বামে) ও মার্কোস (ডানে)

ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হিসেবে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র আজ (বৃহস্পতিবার) শপথ নিয়েছেন। মার্কোস জুনিয়রের ডাকনাম বং বং। গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বড় ব্যবধানে জয় পান।

বিজয়ে ভূমিকা রাখেন বিদায়ী প্রেসিডেন্ট দুতের্তের মেয়ে সারা দুতের্তে। তিনি ইতিমধ্যে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

ফিলিপাইনের নতুন প্রেসিডেন্টের বড় পরিচয় হচ্ছে তিনি সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের ছেলে। ১৯৮৬ সালের গণ-অভ্যুত্থানে ফার্দিনান্দ মার্কোসের পতনের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজনীতি থেকে মার্কোস পরিবার বিদায় নিয়েছিল।

আজ (বৃহস্পতিবার) দিনের মধ্যভাগে জাতীয় জাদুঘরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নেন মার্কোস জুনিয়র। ৬৪ বছর বয়সী এ রাজনীতিক এমন সময়ে দায়িত্বে এলেন যখন দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি দীর্ঘ মহামারীর ধাক্কা সামলানোর পর্যায়ে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি ও ক্রমবর্ধমান ঋণের চাপে আছে।

আজকের শপথের মধ্য দিয়ে রদ্রিগো দুতের্তে বিদায় নিলেও তার পরিবার ক্ষমতার অংশীদার হিসেবেই থাকছে। মেয়ে সারা'র মাধ্যমে তিনি নিজের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবেন বলে ধারণা করা হচ্ছে।#

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ