ফকল্যান্ডে হামলার সময় থ্যাচার কি পুরুষ ছিলেন: জনসনকে পুতিনের প্রশ্ন
https://parstoday.ir/bn/news/world-i109962-ফকল্যান্ডে_হামলার_সময়_থ্যাচার_কি_পুরুষ_ছিলেন_জনসনকে_পুতিনের_প্রশ্ন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন নারী হলে কখনোই ইউক্রেনে হামলা চালাতেন না বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যে মন্তব্য করেছেন তার কঠোর জবাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেছেন, ১৯৮২ সালে ব্রিটেনের তৎকালীন নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার আর্জেন্টিনার ফকল্যান্ড দ্বীপপুঞ্জে হামলা চালিয়েছিলেন। জনসনের বক্তব্য অনুযায়ী কি এখন ধরে নিতে হবে থ্যাচার তাহলে পুরুষ ছিলেন?
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০১, ২০২২ ০৭:০১ Asia/Dhaka
  • বরিস জনসন-ভ্লাদিমির পুতিন
    বরিস জনসন-ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন নারী হলে কখনোই ইউক্রেনে হামলা চালাতেন না বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যে মন্তব্য করেছেন তার কঠোর জবাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেছেন, ১৯৮২ সালে ব্রিটেনের তৎকালীন নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার আর্জেন্টিনার ফকল্যান্ড দ্বীপপুঞ্জে হামলা চালিয়েছিলেন। জনসনের বক্তব্য অনুযায়ী কি এখন ধরে নিতে হবে থ্যাচার তাহলে পুরুষ ছিলেন?

সম্প্রতি শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী জিসেভেনের শীর্ষ সম্মেলনের অবকাশে বরিস জনসন দাবি করেন, ‘বিষাক্ত পুরুষতান্ত্রিক মানসিকতা’ থেকে পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালাচ্ছেন। তাই তিনি নারীর ক্ষমতায়নের ওপর জোর দেন। মঙ্গলবার বাভারিয়ায় জি-৭ সম্মেলনের পর একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বরিস এসব কথা বলেন।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জে হামলা চালিয়ে লৌহমানবীর কুখ্যাতি পেয়েছিলেন মার্গারট থ্যাচার

এর জবাবে ১৯৮২ সালে থ্যাচারের নির্দেশে আর্জেন্টিনার ফকল্যান্ড দ্বীপপুঞ্জে ব্রিটিশ আগ্রাসনের কথা স্মরণ করেন পুতিন। তিনি বলেন, “আমি সমসাময়িক ইতিহাসের একটি ঘটনা স্মরণ করতে চাই যেখানে মার্গারেট থ্যাচার আর্জেন্টিনার ফকল্যান্ড দ্বীপপুঞ্জে সামরিক অভিযান চালিয়েছিলেন। তাহলে দেখা যাচ্ছে একজন নারী সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।”

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, “কাজেই আজ যা ঘটছে সে সম্পর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী যে রেফারেন্স দিচ্ছেন তা সঠিক নয়। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ বিশ্ব মানচিত্রের কোথায় আর ব্রিটেনের অবস্থান সেখান থেকে কত দূরে? থ্যাচার যা করেছিলেন তা সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করা ছাড়া আর কিছু ছিল না।”

পুতিন: ওরা জামা খুললে জঘন্য দৃশ্যের অবতারণা হবে

গণমাধ্যমে বহু আগে প্রকাশিত পুতিনের খালি গায়ে ঘোরসওয়ার করার একটি  ছবির প্রতি ইঙ্গিত করে মঙ্গলবারের সাক্ষাৎকারে জনসন আরো বলেছিলেন, জিসেভেনের নেতারাও বাভারিয়ার পাহাড়ে উঠে নিজেদের জামা খুলে একথার প্রমাণ দিতে পারেন যে, তারা ‘পুতিনের চেয়ে বেশি লৌহমানব।’

ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই বক্তব্যেরও জবাব দিতে ছাড়েননি রুশ প্রেসিডেন্ট। তিনি বলেছেন, পশ্চিমা নেতারা কখনোই তার মতো হতে পারবেন না  কারণ, তারা শরীরচর্চা করেন না এবং অতিরিক্ত মাত্রায় মদ্যপান করেন। পুতিন বলেন, পশ্চিমা নেতারা যদি জামা খোলেন তাহলে এক ‘জঘন্য দৃশ্যের অবতারণা’ হবে।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।