জুলাই ০৫, ২০২২ ১৫:১২ Asia/Dhaka
  • আমেরিকার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে ব্রাশফায়ার; নিহত ৬, আহত ৩১

আমেরিকার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সময় বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩১ জন তবে গুরুতর অবস্থায় ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের উপকণ্ঠে হাইল্যান্ড পার্ক শহরে এ ঘটনা ঘটে।

এদিকে, হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধাওয়া দিয়ে রবার্ট ই ক্রিমো থ্রি নামের ২২ বছর বয়সী ওই তরুণকে ধরেছে পুলিশ।

স্থানীয় সময় সোমবার সকাল ১টা ১৫ মিনিটে স্বাধীনতা দিবস উপলক্ষে হাইল্যান্ড পার্ক শহরে কুচকাওয়াজ শুরুর পরপরই কয়েকটি গুলির শব্দ শোনা যায়। ফলে কুচকাওয়াজ শুরুর ১০ মিনিটের মধ্যে তা বন্ধ করে দেয়া হয়। হাইল্যান্ড পার্ক শহর কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, সোমবার সকাল সোয়া ১০টার দিকে সন্দেহভাজন হামলাকারী কুচকাওয়াজের অনুষ্ঠানে হামলা চালান। আশপাশের কোনো ভবনের ছাদ থেকে ওই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গোলাগুলির সময় হামলাকারী থেকে ১০০ মিটারের কম দূরত্বে ছিলেন বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। তিনি বলেন, “হামলাকারী যে বন্দুক ব্যবহার করেছিলেন, সেটি দিয়ে খুব অল্প সময়ে অনেক গুলি করা হয়েছে। তারপরই ঘটনাস্থল নিস্তব্ধ হয়ে যায়।”

হাইল্যান্ড পার্ক শহরে বন্দুক সহিংসতার ঘটনা একেবারেই বিরল বলে জানিয়েছেন আনন্দ। যার অর্থ হচ্ছে আমরিনকার ভেতরে আর কোথাও কোনো নিরাপদ জায়গা থাকছে না।

হামলার ঘটনার পর হাইল্যান্ড পার্ক শহরের মেয়র ন্যান্সি রোটেরিং বলেন, “এই দিনটিতে আমরা স্বাধীনতা উদযাপনের জন্য একত্র হই। তবে আজ এই মর্মান্তিক প্রাণহানির জন্য আমাদের শোক পালন করতে হচ্ছে।”

এদিকে, ঘটনাস্থলের আশপাশের এলাকাগুলোকে লকডাউনের আওতায় আনা হয়েছে। বাকি কুচকাওয়াজ ও আতশবাজির অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

এর আগে গত বছর শিকাগোতে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ১০০ জনের বেশি মানুষ গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে মৃত্যু হয় ১৭ জনের।

 

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ