সেনাপ্রধানের বক্তব্য নাকচ করলো সুদানের বিরোধী জোট
সুদানের বেসরকারি প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে দেশটির সেনাপ্রধান জেনারেল বুরহান যে প্রতিশ্রুতি দিয়েছেন তাকে প্রতারণাপূর্ণ আশ্বাস উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে প্রধান বিরোধী জোট।
গতকাল মঙ্গলবার ‘দি ফোর্স ফর ফ্রিডম অ্যান্ড চেইঞ্জ’ সেনাপ্রধানের বক্তব্য নাকচ করেছে। সংগঠনটি সামরিক জান্তার ওপর চাপ সৃষ্টি অব্যাহত রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
এর একদিন আগে সুদানে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান। তার নেতৃত্বে দেশটিতে সামরিক অভ্যুত্থানের মধ্যদিয়ে ক্ষমতায় এসেছিল সেনাবাহিনী। তিনি জানিয়েছেন, রাজনৈতিক এবং বিদ্রোহী দলগুলোকে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের সুযোগ দেবেন তিনি।
গত এক সপ্তাহ ধরে গণতন্ত্রের দাবিতে উত্তাল সুদান। একে বলা হচ্ছে, দেশটির ইতিহাসে গণতন্ত্রের জন্য সবচেয়ে রক্তাক্ত সপ্তাহ। আন্দোলনকারীরা দেশটির সামরিক শাসনের সমাপ্তির জন্য দেশজুড়ে আন্দোলন করে চলেছেন। রাজধানী খার্তুমে একটানা বিক্ষোভ চলছে। আন্দোলন থামাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কঠিন অবস্থান নিয়েছে। সমানে গুলি চলছে মিছিলগুলোতে। এতে নিহত হয়েছেন অন্তত ৯ জন।#
পার্সটুডে/এসআইবি/৬