রাশিয়ার সেই পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে তুরস্ক; ইউক্রেনের প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/world-i110258-রাশিয়ার_সেই_পণ্যবাহী_জাহাজ_ছেড়ে_দিয়েছে_তুরস্ক_ইউক্রেনের_প্রতিবাদ
রাশিয়ার পতাকাবাহী জাহাজ ঝিবেক ঝোলি তুরস্কের বন্দর থেকে চলে গেছে। এটি তুরস্কের কারাসু বন্দরে ছিল, এখন আর সেখানে নেই। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তুরস্ক জাহাজটিকে আটকের পরও তা ছেড়ে দিয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুলাই ০৭, ২০২২ ১৬:৫৬ Asia/Dhaka
  • রাশিয়ার পতাকাবাহী পণ্য বহনকারী জাহাজ
    রাশিয়ার পতাকাবাহী পণ্য বহনকারী জাহাজ

রাশিয়ার পতাকাবাহী জাহাজ ঝিবেক ঝোলি তুরস্কের বন্দর থেকে চলে গেছে। এটি তুরস্কের কারাসু বন্দরে ছিল, এখন আর সেখানে নেই। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তুরস্ক জাহাজটিকে আটকের পরও তা ছেড়ে দিয়েছে।

রিফিনিটিভ জাহাজ ট্র্যাকিংয়ের তথ্য থেকেও এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় সময় বুধবার গভীর রাতে ঝিবেক ঝোলি কারাসু বন্দর ছাড়ে বলে রিফিনিটিভ জাহাজ ট্র্যাকিংয়ের তথ্যে দেখা গেছে।

গত রোববার ইউক্রেন থেকে শস্য বোঝাই করে নিয়ে যাওয়া একটি রাশিয়ার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ আটকের দাবি করেছিল তুরস্ক। যদিও বুধবার তুরস্কের ওই জাহাজ আটকের দাবি নাকচ করে দেয় রাশিয়া। এ বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, রাশিয়ার পণ্যবাহী জাহাজ ঝিবেক ঝোলিকে তুরস্কের কারাসু বন্দরে চুরি করা ইউক্রেনীয় শস্য বহনের সন্দেহে আটক করা হয়েছে, এমন খবর মিথ্যা।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সি জাইতসেভ বলেছিলেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলেছে ঝিবেক ঝোলি বের্দিয়ানস্কের দখল করা বন্দর থেকে শস্য বহন করছে। কিন্তু  জাহাজটি সঠিক নিয়ম মেনেই চলছে। তিনি ইউক্রেনের শস্য চুরির অভিযোগ প্রত্যাখ্যান করেন।

এর আগে শুক্রবার রাশিয়ার দখল করা বার্দিয়ানস্ক বন্দর থেকে ইউক্রেনীয় শস্য বহনকারী রাশিয়ার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ঝিবেক ঝোলিকে আটক করার জন্য ইউক্রেন তুরস্ককে অনুরোধ করেছিল বলে ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছিলেন।

এদিকে, রাশিয়ার পণ্যবাহী জাহাজটি তুরস্কের বন্দর থেকে চলে যাওয়ায় ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।