‘পুরো দোনবাস অঞ্চল মুক্ত করবে রাশিয়া, দক্ষিণ ইউক্রেন না ছাড়ার সম্ভাবনা’
(last modified Sun, 10 Jul 2022 03:30:27 GMT )
জুলাই ১০, ২০২২ ০৯:৩০ Asia/Dhaka
  • আন্দ্রে কেলিন
    আন্দ্রে কেলিন

ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কেলিন বলেছেন, রাশিয়ার সেনারা ইউক্রেন থেকে স্বাধীনতা ঘোষণা করা পুরো দোনবাস অঞ্চলকে মুক্ত করবে। পাশাপাশি দক্ষিণ ইউক্রেন থেকে সম্ভবত রাশিয়ার সেনারা আর দেশে ফিরে যাবে না।

গতকাল (শনিবার) লন্ডনে তার বাসভবন থেকে বার্তা সংস্থা দেয়ার সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আন্দ্রে কেলিন। তিনি বেশ পরিষ্কার করেই বলেন, দক্ষিণ ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের ব্যাপারে কোনো পূর্বাভাস দেয়া কঠিন কারণ এর আগে দেখা গেছে, সেনা প্রত্যাহারের পরপরই সেখানে উস্কানিমূলক তৎপরতা শুরু হয় এবং বেসামরিক লোকজনকে গুলি করে হত্যা করা হয়।

একটি ট্যাংকের ওপর রাশিয়ার সেনারা

রাশিয়ার রাষ্ট্রদূত সাক্ষাৎকারের এক পর্যায়ে বলেন, আজ হোক, কাল হোক ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করার সিদ্ধান্ত নিতে হবে অথবা তাদেরকে ধ্বংসের দিকে এগিয়ে যেতে হবে। রুশ রাষ্ট্রদূত বলেন, ইউক্রেনের মিত্ররা যদি অস্ত্রের চালান সরবরাহ অব্যাহত রাখে এবং রাশিয়ার কৌশলগত অবস্থান যদি বিপদের মুখে ফেলে কিংবা  রাশিয়ার নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে মস্কো মারাত্মক পদক্ষেপ নেবে এবং সংঘাত চলতেই থাকবে।#

পার্সটুডে/এসআইবি/১০

ট্যাগ