পদত্যাগের ঘোষণা দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
(last modified Sun, 10 Jul 2022 05:13:34 GMT )
জুলাই ১০, ২০২২ ১১:১৩ Asia/Dhaka
  • শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
    শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে আগামী ১৩ জুলাই বুধবার পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ জোরালো হওয়ার প্রেক্ষাপটে এই ঘোষণা দিলেন তিনি।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকে পদত্যাগের এই তথ্য নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার সংসদ স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। তিনি জানান, প্রেসিডেন্ট গোটাবায়া তাকে পদত্যাগের কথা বলেছেন।

এর আগে গতকাল গোটাবায়া রাজাপাকসের বাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। এ সময় সেখানে ভাঙচুর চালানো হয়। যদিও ওই সময় প্রেসিডেন্ট তার বাসভবনে ছিলেন না।

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে

শনিবার বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে -এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রেসিডেন্ট গোটাবায়াকে শুক্রবার রাতেই সেনা সদর দপ্তরে সরিয়ে নেয়া হয়। গতকাল খবর ছড়িয়ে পড়ে যে, বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট রাজধানী কলম্বো ছেড়ে পালিয়েছেন।

এদিকে, গতকাল শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতেও হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভকারীরা রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাড়িতে হামলা চালিয়েছে। এরপর সেখানে আগুন দিয়েছেন। এছাড়া ওই বাড়িতে থাকা যানবাহন ভাঙচুর করা হয়েছে। যেসব গাড়ি ভাঙচুর করা হয়েছে, সেগুলো রনিল বিক্রমাসিংহের।#

পার্সটুডে/এসআইবি/১০

ট্যাগ