বাইডেনের বয়স হোয়াইট হাউজের জন্য সমস্যা হয়ে গেছে: নিউ ইয়র্ক টাইমস
https://parstoday.ir/bn/news/world-i110416-বাইডেনের_বয়স_হোয়াইট_হাউজের_জন্য_সমস্যা_হয়ে_গেছে_নিউ_ইয়র্ক_টাইমস
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্ধক্য ও তার বয়স দিন দিন হোয়াইট হাউজের কাজের জন্য সমস্যা হয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন প্রভাবশালী পত্রিকা ‘নিউ ইয়র্ক টাইমস’ শনিবার এ খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১১, ২০২২ ১৮:৫২ Asia/Dhaka
  • ৭৯ বছর বয়সী জো বাইডেন
    ৭৯ বছর বয়সী জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্ধক্য ও তার বয়স দিন দিন হোয়াইট হাউজের কাজের জন্য সমস্যা হয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন প্রভাবশালী পত্রিকা ‘নিউ ইয়র্ক টাইমস’ শনিবার এ খবর দিয়েছে।

সুত্র বলছে, প্রেসিডেন্ট বাইডেনের শক্তি-সার্মথ্য আগের মতো নেই, ধীরে ধীরে নিঃশেষ হয়ে আসছে। সূত্রটি বলেছে, বয়স এখন প্রেসিডেন্টের প্রতিদিনের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে যার কারণে হোয়াইট হাউজ প্রেসিডেন্ট বাইডেনের বিদেশ সফর কাটছাট কিংবা মাঝমধ্যেই পরিবর্তন করছে। চলতি সপ্তাহে বাইডেনের চারদিনের সফর করার কথা রয়েছে। অথচ এই সফর গতমাসে ইউরোপ সফরের পরপরই হওয়ার কথা ছিল।

নিউ ইয়র্ক টাইমস বাইডেনের বয়স ও কর্মক্ষমতা নিয়ে এমন রিপোর্ট প্রকাশ করলেও হোয়াইট হাউজের কোনো কোনো কর্মকর্তা দাবি করছেন, ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট বুদ্ধিমত্তার সঙ্গেই কাজ পরিচলনা করছেন, গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে চমৎকার সব প্রশ্ন করেন, আলোচনার সময় বিভিন্ন পয়েন্টে সহকর্মীদের নাস্তানাবুদ করেন এবং তার লিখিত বক্তৃতাগুলোকে ঠিকঠাক করে দেন।

হোয়াইট হাউজের সাবেক ও বর্তমান এসব কর্মকর্তার এই দাবি সত্ত্বেও নিউ ইয়র্ক টাইমস বলছে, কোনো সভা-সমাবেশে প্রেসিডেন্ট বক্তৃতা করতে শুরু করলে হোয়াইট হাউজের কর্মকর্তারা উদ্বিগ্ন থাকেন যে, তিনি কোনো ঝামেলা ছাড়াই বক্তব্য দেয়া সম্পন্ন করতে পারছেন কিনা। কোনো কোনো কর্মকর্তা মনে করেন, প্রেসিডেন্ট বাইডেন সপ্তাহে পাঁচ বা সাড়ে পাঁচদিনের প্রেসিডেন্ট।#    

পার্সটুডে/এসআইবি/১১