শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন প্রধানমন্ত্রী রনিল
https://parstoday.ir/bn/news/world-i110584-শ্রীলঙ্কার_ভারপ্রাপ্ত_প্রেসিডেন্ট_হিসেবে_শপথ_নিলেন_প্রধানমন্ত্রী_রনিল
শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সেদেশের বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। আজ (শুক্রবার) শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্থা জয়াসুরিয়ার কাছে শপথ নেন তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৫, ২০২২ ১৬:৪৬ Asia/Dhaka
  • রনিল বিক্রমাসিংহে
    রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সেদেশের বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। আজ (শুক্রবার) শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্থা জয়াসুরিয়ার কাছে শপথ নেন তিনি।

গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে সিঙ্গাপুরে যাওয়ার পর ইমেইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এরপরই আজ আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠিত হলো।

ব্যাপক জনবিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই কার্যত ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ৭৩ বছর বয়সী রনিল। আজ পার্লামেন্টে স্পিকার প্রেসিডেন্ট হিসেবে গোতাবায়ার পদত্যাগপত্র গ্রহণের ঘোষণা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি।

নতুন প্রেসিডেন্ট নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী রনিলই প্রেসিডেন্টের কার্যক্রম ও দায়িত্বগুলো পালন করবেন। সে সময় প্রেসিডেন্টের কার্যালয় পরিচালনার ক্ষমতা তার কাছে থাকবে। সাত দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নিয়োগের কাজ শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির সংসদ স্পিকার।

নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও ব্যাপক বিক্ষোভের মুখে গত মঙ্গলবার দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া। মালদ্বীপ থেকে গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুর যান গোতাবায়া। স্থানীয় সময় গতকাল সন্ধ্যার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে পৌঁছান তিনি।#  

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।