কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য উসকানিমূলক: পাকিস্তান
(last modified Tue, 26 Jul 2022 11:00:25 GMT )
জুলাই ২৬, ২০২২ ১৭:০০ Asia/Dhaka
  • কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য উসকানিমূলক: পাকিস্তান

কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং'র বক্তব্যকে উসকানিমূলক হিসেবে অভিহিত করেছে পাকিস্তান। গত রোববার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে ভারতের অখণ্ড অংশ বলে দাবি করেছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

তিনি জম্মুতে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরও ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং তা ভারতেরই থাকবে।

এর প্রতিক্রিয়ায় পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভারতীয় মন্ত্রীর দাবি শতভাগ অগ্রহণযোগ্য এবং তা উসকানিমূলক। ঐ মন্ত্রী জম্মু-কাশ্মীর সংক্রান্ত ঐতিহাসিক বাস্তবতাকে বিকৃত করার চেষ্টা করেছেন এবং ভিত্তিহীন দাবি করার পাশাপাশি হুমকি দিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ইসলামাবাদ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। তবে সব ধরণের আগ্রাসন মোকাবেলার শক্তি পাকিস্তানের রয়েছে।

ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে। অবশ্য ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরীরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহার অনুযায়ী গণভোট আয়োজন এবং গণভোটের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণের দাবি জানিয়ে আসছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহারে এ ধরণের গণভোটের কথা বলা হয়েছে। তবে ভারত সরকার এই ইশতেহারের বিরোধিতা করে তা বাস্তবায়নে বিরত রয়েছে।#  

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।