বন্দী বিনিময়ের ব্যাপারে নিজের প্রস্তাব তুলে ধরল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i111274-বন্দী_বিনিময়ের_ব্যাপারে_নিজের_প্রস্তাব_তুলে_ধরল_রাশিয়া
বন্দী বিনিময়ের ব্যাপারে আমেরিকা রাশিয়ার কাছে যে প্রস্তাব তুলে ধরেছে তাতে কিছুটা সংশোধনী এনে নিজের প্রস্তাব তুলে ধরেছে মস্কো। রাশিয়া বলেছে, বন্দী বিনিময়ের এ তালিকায় ভাদিম ক্র্যাসিকভ নামে একজন রুশ নাগরিককে অন্তর্ভুক্ত করতে হবে যিনি গতবছর জার্মানিতে একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুলাই ৩০, ২০২২ ২১:০৩ Asia/Dhaka
  • বার্লিনের আদালতে ক্র্যাসিকভের বিচার (২০২১ সালের ছবি)
    বার্লিনের আদালতে ক্র্যাসিকভের বিচার (২০২১ সালের ছবি)

বন্দী বিনিময়ের ব্যাপারে আমেরিকা রাশিয়ার কাছে যে প্রস্তাব তুলে ধরেছে তাতে কিছুটা সংশোধনী এনে নিজের প্রস্তাব তুলে ধরেছে মস্কো। রাশিয়া বলেছে, বন্দী বিনিময়ের এ তালিকায় ভাদিম ক্র্যাসিকভ নামে একজন রুশ নাগরিককে অন্তর্ভুক্ত করতে হবে যিনি গতবছর জার্মানিতে একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে।

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এই খবর দিয়েছে। এর আগে সিএনএন জানিয়েছিল, এক দশক আগে আমেরিকায় রাশিয়ার অস্ত্র চোরাচালানের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত ভিক্টর বাউটকে মুক্তি দিতে প্রস্তুত ওয়াশিংটন। এর বিনিময়ে রাশিয়ার কারাগারে থাকা মেরিন সদস্য পল হোয়েলান এবং বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রাইনারকে মুক্তি দিতে হবে। পল  হোয়েলান গুপ্তচর বৃত্তির দায়ে এবং গ্রাইনার মাদক মামলায় রাশিয়ায় আটক রয়েছেন।

ভিক্টর বাউট

অন্যদিকে, ভাদিম ক্র্যাসিকভের বিরুদ্ধে জার্মানির রাজধানী বার্লিনে  একজন চেচেন কমান্ডার হত্যার অভিযোগ রয়েছে। ২০১৯ সালে সংঘটিত ওই হত্যাকাণ্ডের জন্য গত বছরের ডিসেম্বরে রাশিয়ার নাগরিকের বিরুদ্ধে জার্মানির একটি আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

সিএনএন বলছে, ক্র্যাসিকভের মুক্তির বিষয়ে রাশিয়া গত মাস থেকে কূটনীতির পেছন দরজা দিয়ে প্রস্তাব দিয়ে আসছে। সূত্রগুলো সিএনএন-কে জানিয়েছে যে, ক্র্যাসিকভের মুক্তির বিষয়ে রাশিয়ার দাবিকে সমস্যা হিসেবে দেখা হচ্ছে কারণ রাশিয়ার এ বন্দী জার্মান কারাগারে আটক রয়েছেন, তিনি সরাসরি আমেরিকার হাতে নেই।

জার্মান সরকারের একটি সূত্র জানিয়েছে, জার্মান সরকার রাশিয়ার এই নাগরিককে ছাড়তে প্রস্তুত কিনা তা এরই মধ্যে আমেরিকা যাচাই করে দেখেছে।#

পার্সটুডে/এসআইবি/৩০