তাইওয়ানকে পুনঃএকত্রীকরণের শ্বেতপত্র প্রকাশ করল চীন
https://parstoday.ir/bn/news/world-i111714-তাইওয়ানকে_পুনঃএকত্রীকরণের_শ্বেতপত্র_প্রকাশ_করল_চীন
তাইওয়ানকে পুনঃএকত্রীকরণের বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে চীন। এতে বলা হয়েছে, বেইজিং শান্তিপূর্ণভাবে তাইওয়ানের পঃএকত্রীকরণ চায কিন্তু বিদেশী শক্তিগুলো যদি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে এবং তাইওয়ানকে স্বাধীন হওয়ার উসকানি দেয় তাহলে শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে পুনঃএকত্রীকরণের চেষ্টা অসম্ভব হয়ে পড়বে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১০, ২০২২ ১৭:০৯ Asia/Dhaka
  • চীনের শ্বেতপত্র প্রকাশ
    চীনের শ্বেতপত্র প্রকাশ

তাইওয়ানকে পুনঃএকত্রীকরণের বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে চীন। এতে বলা হয়েছে, বেইজিং শান্তিপূর্ণভাবে তাইওয়ানের পঃএকত্রীকরণ চায কিন্তু বিদেশী শক্তিগুলো যদি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে এবং তাইওয়ানকে স্বাধীন হওয়ার উসকানি দেয় তাহলে শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে পুনঃএকত্রীকরণের চেষ্টা অসম্ভব হয়ে পড়বে।

শ্বেতপত্রে বলা হয়েছে, “আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে শান্তিপূর্ণ উপায়ে আমাদের লক্ষ্য অর্জনের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো কিন্তু বল প্রয়োগের বিষয়টি আমরা পরিত্যাগ করব না, প্রয়োজন হলে আমরা এই পথ অনুসরণ করব।” আজ বুধবার বেইজিং আনুষ্ঠানিকভাবে এই শ্বেতপত্র প্রকাশ করেছে।

এতে সুস্পষ্ট করে বলা হয়েছে, চীনের সেনারা বাইরের শক্তির হস্তক্ষেপের ব্যাপারে পাহারা দেবে এবং সব ধরনের বিচ্ছিন্নতাবাদী তৎপরতা নজরে রাখবে তবে যেসব নাগরিক চীনকে অনুসরণ করবে তারা লক্ষ্যবস্তুতে পরিণত হবে না। চীন পরিষ্কার করে বলেছে, তারা কখনোই সহিংসতার পথ অনুসরণ করবে না যদি অপরপক্ষ রেডলাইন ক্রস না করে।#

পার্সটুডে/এসআইবি/১০