মিসরের গির্জায় আগুনে পুড়ে ও পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/world-i111912-মিসরের_গির্জায়_আগুনে_পুড়ে_ও_পদদলিত_হয়ে_৪১_জনের_মৃত্যু
মিসরে একটি গির্জায় আগুন লেগে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন। অনেকে আগুনে পুড়ে হতাহত হয়েছেন। এছাড়া আগুন লাগার পর ভয়ে লোকজন ছোটাছুটি শুরু করলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এতেও অনেকের প্রাণহানি ঘটে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৪, ২০২২ ১৯:২০ Asia/Dhaka
  • অগ্নিকাণ্ডের শিকার গির্জা
    অগ্নিকাণ্ডের শিকার গির্জা

মিসরে একটি গির্জায় আগুন লেগে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন। অনেকে আগুনে পুড়ে হতাহত হয়েছেন। এছাড়া আগুন লাগার পর ভয়ে লোকজন ছোটাছুটি শুরু করলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এতেও অনেকের প্রাণহানি ঘটে।

আজ (রোববার) রাজধানী কায়রোর অদূরের গিজা শহরের ইমবাবা এলাকার আবু সিফিন গির্জায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মিসরের কপটিক চার্চ জানিয়েছে, এ ঘটনায় এ পর্যন্ত অন্তত ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ১৪ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ট্রাক ঘটনাস্থলে কাজ করেছে। পুলিশ পুরো জায়গাটি ঘিরে রেখেছে। ঐ গির্জায় আগুন লাগার সময় প্রায় পাঁচ হাজার লোক উপস্থিত ছিল।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, গির্জা কম্পাউন্ডে একটি নার্সারি থাকায় নিহতদের মধ্যে অনেকেই শিশু বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি এই অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা হিসেবে অভিহিত করেছেন। পুরো বিষয়টির ব্যাপারে তিনি খোঁজ রাখছেন বলে জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।