কাবুলের মসজিদে শক্তিশালী বিস্ফোরণ; পেশ ইমামসহ নিহত ২১
(last modified Thu, 18 Aug 2022 00:57:16 GMT )
আগস্ট ১৮, ২০২২ ০৬:৫৭ Asia/Dhaka
  • বিস্ফোরণের দৃশ্য কাবুলের প্রায় সব এলকাা থেকেই দেখা যায়
    বিস্ফোরণের দৃশ্য কাবুলের প্রায় সব এলকাা থেকেই দেখা যায়

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে মসজিদের পেশ ইমামসহ অন্তত ২১ জন নিহত ও অপর ৪০ জনের বেশি মুসল্লি আহত হয়েছেন। কাবুলের ‘সারকুতাল খয়েরখানা’ এলাকায় অবস্থিত ‘সিদ্দিকিয়া’ মসজিদটিতে গতকাল (বুধবার) আসরের নামাজের সময় এ বোমা হামলা হয়।

নিহতদের মধ্যে সুফি আলেম আমির মোহাম্মাদ কাবুলি রয়েছেন বলে আফগানিস্তানের নিউজ চ্যানেল ‘তোলো নিউজ’ জানিয়েছে। তিনি সিদ্দিকিয়া মসজিদের পেশ ইমাম ছিলেন বলে এক টুইটার বার্তায় জানিয়েছে আলাদা একটি সূত্র।

কোনো দল বা গোষ্ঠী এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবান ক্ষমতায় আসার পর এ ধরনের বহু রক্তক্ষয়ী হামলার দায় উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস [দায়েশ] স্বীকার করেছে।

তালেবান সরকার যদিও আফগানিস্তানে আইএস-এর উপস্থিতিকে ততটা গুরুত্ব দিতে নারাজ; তবে তারা আফগানিস্তানের মাটি থেকে আইএসকে পুরোপুরি উৎখাতের প্রত্যয় জানিয়েছে। কাবুলের গতকালের বিস্ফোরণের মতো একের পর এক বিস্ফোরণ প্রমাণ করে, আইএসকে দমনের প্রতিশ্রুতি পূরণ করতে তালেবান ব্যর্থ হয়েছে।

গত ২৯ এপ্রিল কাবুলের একটি মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হয়েছিল। এছাড়া, গত শুক্রবার কাবুলে মহররমের শোক পালনকারী একদল মানুষের ওপর চালানো বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ