মহড়ার মাধ্যমে উত্তর কোরিয়াকে শক্তি দেখালো আমেরিকা ও দ. কোরিয়া
আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে বিশাল যুদ্ধ মহড়া শুরু করেছে। গত কয়েক বছরের মধ্যে এটি হচ্ছে দুই দেশের সবচেয়ে বড় মহড়া এবং এর মধ্যদিয়ে দেশ দুটি উত্তর কোরিয়াকে মূলত নিজেদের শক্তি দেখানোর চেষ্টা করছে।
আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার এই যুদ্ধ মহড়ার প্রেক্ষাপটে উত্তর কোরিয়া আরো ক্ষিপ্ত হয়ে উঠতে পারে এবং তাতে কোরিয়-উপদ্বীপে অবধারিতভাবে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। আজ (সোমবার) 'উলচি ফ্রিডম শিল্ড' নামে এই উসকানিমূলক মহড়া শুরু করেছে আমেরিকা এবং আগামী এক সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে।
দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়োল সম্প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে, আমেরিকা ও তার দেশের মধ্যকার যৌথ মহড়াকে তিনি সাধারণ ঘটনায় পরিণত করবেন যাতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিজেদের সামরিক শক্তি বাড়ানো সম্ভব হয়। উত্তর কোরিয়া এই যৌথ মহড়াকে তার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের প্রস্তুতি হিসেবে দেখছে।
আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক শক্তির বিরুদ্ধে শক্তভাবে টিকে থাকার জন্য উত্তর কোরিয়া সম্প্রতি কয়েক দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে পরমাণু অস্ত্রবাহী আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে বলে উত্তর কোরিয়া দাবি করে আসছে।
আজকের মহড়া সম্পর্কে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ায় হাজার হাজার সেনা অংশ নিচ্ছে এবং দেশের ১১টি স্থানে এটি অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়া আরো জানিয়েছে যে, তারা এই মহড়ার মাধ্যমে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে তোলার চেষ্টা করবে।#
পার্সটুডে/এসআইবি/২২