পরমাণু স্থাপনায় হামলাকারী মার্কিন নির্মিত কামান ধ্বংস করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i112440-পরমাণু_স্থাপনায়_হামলাকারী_মার্কিন_নির্মিত_কামান_ধ্বংস_করল_রাশিয়া
রাশিয়া বলেছে, দেশটির সেনাবাহিনী রুশ নিয়ন্ত্রিত জাপোরিজ্জিয়া পরমাণু স্থাপনায় হামলা চালানোর কাজে ব্যবহৃত একটি হাউইটজার কামান ধ্বংস করেছে। গত কিছুদিন যাবত প্রায় প্রতিদিনই ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ওই পরমাণু স্থাপনায় কামানের গোলা বর্ষণ করে আসছিল কিয়েভ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৭, ২০২২ ০৮:২২ Asia/Dhaka
  • আমেরিকায় নির্মিত একটি হাউইটজার কামান (ফাইল ছবি)
    আমেরিকায় নির্মিত একটি হাউইটজার কামান (ফাইল ছবি)

রাশিয়া বলেছে, দেশটির সেনাবাহিনী রুশ নিয়ন্ত্রিত জাপোরিজ্জিয়া পরমাণু স্থাপনায় হামলা চালানোর কাজে ব্যবহৃত একটি হাউইটজার কামান ধ্বংস করেছে। গত কিছুদিন যাবত প্রায় প্রতিদিনই ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ওই পরমাণু স্থাপনায় কামানের গোলা বর্ষণ করে আসছিল কিয়েভ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ শুক্রবার সাংবাদিকদের প্রাত্যহিক ব্রিফিংয়ে বলেন, ইউক্রেনের সেনারা গত ২৪ ঘণ্টায় জাপোরিজ্জিয়া স্থাপনায় অন্তত দু’বার শক্তিশালী কামানের গোলা নিক্ষেপ করে। এর ফলে স্থাপনার অক্সিজেন ও নাইট্রোজেন স্টেশনের কাছে পরপর দু’টি বিস্ফোরণে ঘটে।

কোনাশেঙ্কভ বলেন, এ সময় রাশিয়ার সেনাবাহিনী সুনির্দিষ্টভাবে ওই গোলাবর্ষণের উৎস খুঁজে বের করে আমেরিকায় নির্মিত হাউইটজার কামান ধ্বংস করে দিয়েছে।  

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামিরক অভিযান শুরু করে রাশিয়া। এর মাত্র কয়েকদিনের মধ্যে জাপোরিজ্জিয়া পরমাণু স্থাপনা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় রুশ সেনারা। এরপর থেকে নিয়মিত বিরতিতে স্থাপনাটির ওপর হামলা চালাচ্ছে ইউক্রেন। রাশিয়া ওই হামলাকে ‘পারমাণবিক সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছে।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।