France's Engie
তালেবানকে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের দাবি মেনে নিতে হবে: ইরান
-
জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি
আফগানিস্তানে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসবাদকে ‘ভয়াবহ হুমকি’ হিসেবে উল্লেখ করেছে ইরান। তেহরান বলেছে, আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের যে দাবি আন্তর্জাতিক অঙ্গন থেকে বারবার তোলা হচ্ছে তা তালেবানকে মেনে নিতে হবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফগানিস্তান বিষয়ক এক বৈঠকে অংশগ্রহণ করে ওই সংস্থায় নিযুক্ত ইরানের উপ স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি এ আহ্বান জানান। তিনি বলেন, “একটি অন্তর্ভুক্তিমূলক সরকারই পারে আফগানিস্তানের সকল মত ও গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে। দেশটির নারী ও মেয়েদের পাশাপাশ সকল ভাষা, বর্ণ ও ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে একটি ব্যাপকভিত্তিক সরকার গঠনের বিকল্প নেই।”
জাহরা এরশাদি বলেন, আফগানিস্তান থেকে বিদেশি সেনাদের ‘দায়িত্বজ্ঞানহীন প্রত্যাহারের’ এক বছর পর দেশটি বর্তমানে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত বেশ কিছু সংকটে ভুগছে।
ইরানের এই সিনিয়র কূটনীতিক বলেন, আন্তর্জাতিক সমাজ থেকে বারবার আহ্বান জানানো সত্ত্বেও তালেবান এমন একটি সরকারের দাবি মেনে নিতে ব্যর্থ হয়েছে যেটি সত্যিকার অর্থে আফগানিস্তানের সকল জাতিগোষ্ঠী ও রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি নিশ্চিত করবে।

এরশাদি আফগানিস্তানে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস ও আল-কায়েদার পুনরুত্থানের ব্যাপারে সতর্ক করে দেন। তিনি বলেন, এসব গোষ্ঠী এরইমধ্যে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছে এবং চলতি আগস্ট মাসে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলায় প্রায় আড়াইশ মানুষ হতাহত হয়েছে।
২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের তৎকালীন মার্কিন পৃষ্ঠপোষকতায় পরিচালিত সরকারের পতন হয় এবং তালেবান দেশটির ক্ষমতা গ্রহণ করে। এরপর ওই মাসের ৩০ তারিখ আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন সব পশ্চিমা সেনা প্রত্যাহার করা হয়।তখন থেকে আফগানিস্তানে সব দল ও পক্ষের অংশগ্রহণে একটি ব্যাপকভিত্তিক সরকার গঠনের দাবি তালেবান উপেক্ষা করে আসছে।#
পার্সটুডে/এমএমআই/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।