দোনবাস অঞ্চলের ওপর ইউক্রেনের মালিকানার অবসান ঘটাতে হবে
https://parstoday.ir/bn/news/world-i112736-দোনবাস_অঞ্চলের_ওপর_ইউক্রেনের_মালিকানার_অবসান_ঘটাতে_হবে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, শত্রুতার কারণে নয় বরং দোনবাস অঞ্চলের ওপর ইউক্রেন যে মালিকানা দাবি করে চিরতরে তার অবসান ঘটাতে বিশেষ অভিযান চালাচ্ছে তার দেশ। তিনি বৃহস্পতিবার কালিনিনগ্রাদের একটি ইনস্টিটিউট পরিদর্শনের সময় এক বক্তব্যে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০২২ ১১:৫৬ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, শত্রুতার কারণে নয় বরং দোনবাস অঞ্চলের ওপর ইউক্রেন যে মালিকানা দাবি করে চিরতরে তার অবসান ঘটাতে বিশেষ অভিযান চালাচ্ছে তার দেশ। তিনি বৃহস্পতিবার কালিনিনগ্রাদের একটি ইনস্টিটিউট পরিদর্শনের সময় এক বক্তব্যে এ মন্তব্য করেন।

পুতিন বলেন, ইউক্রেন সরকার আট বছর আগে দেশটির নারী ও পুরুষদের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল তার অবসান ঘটাতে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া।

তিনি বলেন, ২০১৪ সালে ইউক্রেনে একটি অভ্যুত্থান ঘটিয়ে পাশ্চাত্যপন্থি সরকারকে ক্ষমতায় আনার বিষয়টি দোনেস্ক, লুহানস্ক ও ক্রিমিয়া উপদ্বীপের জনগণ মেনে নিতে পারেনি। এ কারণে ওইসব অঞ্চলের জনগণের বিরুদ্ধে কিয়েভ যুদ্ধ শুরু করে যা আট বছর ধরে চলছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও লুহানস্ক নিয়ে বৃহত্তর দোনবাস অঞ্চল গঠিন। এখানে রুশ ভাষাভাষি নাগরিকদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং ২০১৪ সাল থেকে দোনবাস অঞ্চল রুশপন্থি অস্ত্রধারীদের নিয়ন্ত্রণে রয়েছে।্

গত ফেব্রুয়ারিতে প্রচণ্ড শীতের মধ্যে সামরিক অভিযান শুরু করে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তরে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে, সে কখনও ন্যাটো জোটে যোগ দেবে না।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।