কাবুলে রুশ দূতাবাসে হামলা, ২ কর্মীসহ নিহত ২৫; দায়েশের দায় শিকার
-
রুশ দূতাবাসের সামনে হামলায় আহতদের কয়েকজন
আফগানিস্তানের রাজধানী কাবুলে রুশ দূতাবাসের সামনে গতকাল (সোমবার) আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে যার মধ্যে দুইজন দূতাবাস কর্মী রয়েছেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠ দায়েশ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
রুশ দূতাবাসের প্রবেশ পথের মুখে ওই হামলা হয়। দায়েশ দাবি করেছে, একজন বিদেশি সন্ত্রাসীর মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। স্থানীয় কোনো কোনো রিপোর্টে বলা হয়েছে, দায়েশ থেকে বেরিয়ে যাওয়া একটি গোষ্ঠী এই হামলা চালিয়েছে।
গত বছরের আগস্ট মাসে বিদেশি সেনাদের কাছ থেকে তালেবান আফগানিস্তানের দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম কোনো বিদেশি কূটনৈতিক স্থাপনায় সন্ত্রাসী হামলা হলো।
গতকালের হামলার ব্যাপারে প্রাথমিক তদন্ত শেষে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, দূতাবাসের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং একজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। তারা দুজনই রাশিয়ার নাগরিক।
হামলায় বাকি যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই আফগান নাগরিক। তারা সবাই রাশিয়ার ভিসার জন্য সেখানে অপেক্ষা করছিলেন।#
পার্সটুডে/এসআইবি/৬