আজারবাইজানে প্রতিরক্ষা মেলায় নানা অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শন করবে ইরান
https://parstoday.ir/bn/news/world-i112920-আজারবাইজানে_প্রতিরক্ষা_মেলায়_নানা_অস্ত্র_ও_সরঞ্জাম_প্রদর্শন_করবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইলেকট্রনিক শিল্প সংস্থা 'সা-ইরান' এর প্রধান রিয়ার অ্যাডমিরাল রাস্তেগারি বলেছেন, আজারবাইজানের আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় নিজস্ব প্রযুক্তির বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করা হবে। বাকুতে আয়োজিত এই মেলার নাম দেওয়া হয়েছে 'এডেক্স'।  
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২২ ১৭:৩৭ Asia/Dhaka
  • রিয়ার অ্যাডমিরাল রাস্তেগারি
    রিয়ার অ্যাডমিরাল রাস্তেগারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইলেকট্রনিক শিল্প সংস্থা 'সা-ইরান' এর প্রধান রিয়ার অ্যাডমিরাল রাস্তেগারি বলেছেন, আজারবাইজানের আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় নিজস্ব প্রযুক্তির বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করা হবে। বাকুতে আয়োজিত এই মেলার নাম দেওয়া হয়েছে 'এডেক্স'।  

তিনি আরও বলেছেন, আজারবাইজান একটি বন্ধুপ্রতীম রাষ্ট্র। দেশটির আমন্ত্রণে তারা সেখানে অংশ নিচ্ছে। এই প্রদর্শনীতে জল, স্থল ও বিমান বাহিনীর নানা সাফল্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হবে।

রাস্তেগারি বলেন, আজারবাইজানের সঙ্গে আমাদের স্থল ও পানি সীমা রয়েছে। এই দেশের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত সামরিক মেলায় দেশটির সামরিক কর্মকর্তাদের সঙ্গে ইরানের সামরিক কর্মকর্তাদের বৈঠকে হবে বলে তিনি জানান।

ইসলামি প্রজাতন্ত্র ইরান বর্তমানে এই অঞ্চলের একটি বড় সামরিক শক্তিতে পরিণত হয়েছে।# 

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।