ইউক্রেনের চার অঞ্চল সংযুক্তকরণের চূড়ান্ত চুক্তিতে পুতিনের সই
https://parstoday.ir/bn/news/world-i114116-ইউক্রেনের_চার_অঞ্চল_সংযুক্তকরণের_চূড়ান্ত_চুক্তিতে_পুতিনের_সই
ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার চূড়ান্ত চুক্তিতে সই করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই স্বাক্ষরের মধ্যদিয়ে এই চুক্তি মূলত আইনে পরিণত হলো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৫, ২০২২ ১৮:৪৬ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার চূড়ান্ত চুক্তিতে সই করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই স্বাক্ষরের মধ্যদিয়ে এই চুক্তি মূলত আইনে পরিণত হলো।

এর ফলে ইউক্রেনের দোনেস্ক, লুহানস্ক, খেরসন এবং যাপোরিযিয়া অঞ্চল রাশিয়ার ভূখণ্ড হিসেবে এখন থেকে বিবেচিত হবে এবং সেখানকার লোকজন রুশ নাগরিক হিসেবে পরিচিতি পাবেন।

চূড়ান্ত চুক্তিতে সই করার আগে এটি রাশিয়ার সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিল এবং নিম্নকক্ষ দুমায় সর্বসম্মতিক্রমে পাশ হয়। তার আগে গত ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ইউক্রেনের ওই চার অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয় যার মাধ্যমে সেখানকার বিশাল জনগোষ্ঠী রাশিয়ার সঙ্গে সংযুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছে।

গণভোটের ফলাফল প্রকাশের পর শুক্রবার চার অঞ্চলের নেতাদের সঙ্গে সংযুক্ত করার চূড়ান্ত চুক্তিতে সই করেন প্রেসিডেন্ট পুতিন। তবে গণভোটের প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব। আমেরিকা হুশিয়ারি দিয়েছে- যে দেশ এই প্রক্রিয়াকে স্বীকৃতি দেবে তারা কঠোর পরিণতির মুখ পড়বে। #

পার্সটুডে/এসআইবি/৫