পাকিস্তানের অর্থনীতিকে ধ্বংসের জন্য ইমরান খান দায়ী: শাহবাজ শরিফ
https://parstoday.ir/bn/news/world-i114118-পাকিস্তানের_অর্থনীতিকে_ধ্বংসের_জন্য_ইমরান_খান_দায়ী_শাহবাজ_শরিফ
পাকিস্তানের অর্থনীতিকে ধ্বংস করার জন্য সেদেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দায়ী করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ০৫, ২০২২ ১৮:৫০ Asia/Dhaka
  • শাহবাজ শরিফ
    শাহবাজ শরিফ

পাকিস্তানের অর্থনীতিকে ধ্বংস করার জন্য সেদেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দায়ী করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।

গতকাল (মঙ্গলবার) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

তিনি আরও অভিযোগ করেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই দলের চেয়ারম্যান নিজের ব্যক্তিগত অ্যাজেন্ডা অনুযায়ী দেশ পরিচালনা করেছিলেন। এর আলোকে তাকে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে অনভিজ্ঞ, আত্মকেন্দ্রিক, অহংকারী ও অপরিণত রাজনীতিবিদ হিসেবে বর্ণনা করা যেতে পারে।

চলতি বছরের শুরুতে ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর ইমরান বিপজ্জনকভাবে পাকিস্তানের ভোটারদের মেরুকরণে সমাজে বিষ প্রবেশ করছেন বলে অভিযোগ করেন শাহবাজ।

ইমরান খানকে প্রতারক হিসেবেও অভিহিত করেন শাহবাজ।

গত ৯ এপ্রিল পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান। তাকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ছিল বলে অভিযোগ তার। ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার পর শাহবাজের নেতৃত্বে দেশটিতে জোট সরকার গঠিত হয়। পাকিস্তান অর্থনৈতিক সংকটে ধুঁকছে।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।