নর্ডস্ট্রিম -টু পাইপলাইনের মধ্যদিয়ে ইউরোপে গ্যাস পাঠাতে প্রস্তুত রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i114162-নর্ডস্ট্রিম_টু_পাইপলাইনের_মধ্যদিয়ে_ইউরোপে_গ্যাস_পাঠাতে_প্রস্তুত_রাশিয়া
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, নর্ডস্টিম টু পাইপ লাইনের মাধ্যমে ইউরোপের গ্যাস পাঠাতে প্রস্তুত রয়েছে মস্কো। সম্প্রতি নর্ড স্ট্রিম-ওয়ান পাইপলাইনে বিস্ফোরণের ফলে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তিনি সাম্প্রতিক বিস্ফোরণকে ইচ্ছাকৃত বলে মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৬, ২০২২ ২০:২৯ Asia/Dhaka
  • নর্ডস্ট্রিম-২ পাইপলাইন
    নর্ডস্ট্রিম-২ পাইপলাইন

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, নর্ডস্টিম টু পাইপ লাইনের মাধ্যমে ইউরোপের গ্যাস পাঠাতে প্রস্তুত রয়েছে মস্কো। সম্প্রতি নর্ড স্ট্রিম-ওয়ান পাইপলাইনে বিস্ফোরণের ফলে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তিনি সাম্প্রতিক বিস্ফোরণকে ইচ্ছাকৃত বলে মন্তব্য করেন।

আলেকজান্ডার নোভাক বলেন, নিঃসন্দেহে গ্যাস পাইপ লাইনে অন্তর্ঘাতমূলক ক্ষতিসাধন করা হয়েছে এবং গ্যাস সরবরাহ করার আগে তাতে পরীক্ষা নিরীক্ষা চালাতে হবে। তবে নর্ডস্ট্রিম টু পাইপলাইন গ্যাস সরবরাহের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।

গত ২৬ সেপ্টেম্বর নর্ডস্ট্রিম ওয়ান এবং টু-তে বিস্ফোরণের পর গ্যাসের চাপ একেবারে কমে যায়। এতে বিপুল পরিমাণে গ্যাস সাগরে মিশে যায়। এই ঘটনাকে সাধারণভাবেই বিশ্বাস করা হচ্ছে যে, একটি অন্তর্ঘাতমূলক তৎপরতার কারণেই এই বিস্ফোরণ ঘটেছে।#

পার্সটুডে/এসআইবি/৬