ইউক্রেনের এক কর্মকর্তার নেতৃত্বে নাশকতা চালানো হয় নর্ড স্টিম পাইপলাইনে 
https://parstoday.ir/bn/news/world-i130682-ইউক্রেনের_এক_কর্মকর্তার_নেতৃত্বে_নাশকতা_চালানো_হয়_নর্ড_স্টিম_পাইপলাইনে
ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্সের একজন কর্মকর্তার নেতৃত্বে রাশিয়ার নর্ডস্টিম পাইপলাইনে নাশকতা চালানো হয়েছে। আন্তর্জাতিক দুটি পত্রিকার পক্ষ থেকে যৌথভাবে চালানো তদন্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১২, ২০২৩ ১৮:০৪ Asia/Dhaka
  • ইউক্রেনের এক কর্মকর্তার নেতৃত্বে নাশকতা চালানো হয় নর্ড স্টিম পাইপলাইনে 

ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্সের একজন কর্মকর্তার নেতৃত্বে রাশিয়ার নর্ডস্টিম পাইপলাইনে নাশকতা চালানো হয়েছে। আন্তর্জাতিক দুটি পত্রিকার পক্ষ থেকে যৌথভাবে চালানো তদন্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে বালটিক সাগরের তলদেশে এই পাইপলাইনে বিস্ফোরণ ঘটানো হয়। এ বিষয়ে আমেরিকার ওয়াশিংটন পোস্ট এবং জার্মানির দার স্পাইগেল পত্রিকা যৌথভাবে তদন্ত চালায়।

গতকাল (শনিবার) প্রকাশিত তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ইউক্রেনের স্পেশাল ফোর্সের ৪৮ বছর বয়সী কর্মকর্তা রোমান চেরভিনস্কি ওই নাশকতার নেতৃত্ব দিয়েছেন। তিনি ওই নাশকতা অভিযানে ছয় সদস্যের একটি দলের নেতৃত্বে ছিলেন এবং তারা এ কাজে একটি বোট ভাড়া করেন ও ডাইভ দেয়ার যন্ত্রপাতি ব্যবহার করেন। এই দলই নর্ডস্টিম-ওয়ান এবং নর্ডস্টিম-টুতে বিস্ফোরক ডিভাইস পাতে যার বিস্ফোরণে সে সময় পাইপলাইন অকেজো হয়ে পড়ে।   

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীর সাথে ওই ব্যক্তির গভীর সম্পর্ক রয়েছে বলে পত্রিকা দুটির তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়। তিনি নাশকতা এবং বিপর্যয়মূলক কর্মকাণ্ড সমন্বয় করার জন্য দায়িত্বপ্রাপ্ত একটি বিশেষ অপারেশন ফোর্স ইউনিটের সাথে দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। এই কর্মকর্তা ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা এবং জাতীয় সুরক্ষা সার্ভিসের সিনিয়র পদও দখল করেছিলেন।#

পার্সটুডে/এসআইবি/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।