ক্রিমিয়ার সংযোগ সেতুতে বিস্ফোরণ ইউক্রেনই ঘটিয়েছে: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i114302-ক্রিমিয়ার_সংযোগ_সেতুতে_বিস্ফোরণ_ইউক্রেনই_ঘটিয়েছে_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ থেকে ক্রিমিয়া যাওয়ার সংযোগ সেতুতে বিস্ফোরণ ঘটিয়েছে ইউক্রেনের বিশেষ নিরাপত্তা বাহিনী। তিনি আরো বলেছেন, রাশিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার হীন উদ্দেশ্যে ইউক্রেন এই সন্ত্রাসী হামলা চালিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১০, ২০২২ ০৭:০৫ Asia/Dhaka
  • রাশিয়া থেকে ক্রিমিয়া যাওয়ার সংযোগ সড়কে শনিবার সকালে আগুন ধরে যায়
    রাশিয়া থেকে ক্রিমিয়া যাওয়ার সংযোগ সড়কে শনিবার সকালে আগুন ধরে যায়

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ থেকে ক্রিমিয়া যাওয়ার সংযোগ সেতুতে বিস্ফোরণ ঘটিয়েছে ইউক্রেনের বিশেষ নিরাপত্তা বাহিনী। তিনি আরো বলেছেন, রাশিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার হীন উদ্দেশ্যে ইউক্রেন এই সন্ত্রাসী হামলা চালিয়েছে।

শনিবার সকালে রাশিয়া থেকে ক্রিমিয়া যাওয়ার সংযোগ সেতুতে বিস্ফোরণের ফলে সেতুর একাংশ ধসে পড়ে। এ ঘটনার কয়েক ঘণ্টা পর রাশিয়ার সন্ত্রাস বিরোধী জাতীয় কমিটি জানায়, সেতুটির উপর একটি ট্রাক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তখন ওই কমিটি অনুমান করে, ইউক্রেনের বিশেষ বাহিনী এ বিস্ফোরণ ঘটিয়েছে।  

রুশ কর্মকর্তারা জানান, বিস্ফোরণের ফলে ১২ মাইল লম্বা সংযোগ সেতুটির একাংশ সাগরে ধসে পড়ে এবং এ ঘটনায় অন্তত তিনজন নিহত হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 

রাশিয়ার পদস্থ নিরাপত্তা কর্মকর্তা আলেক্সান্ডার বাস্ত্রিকিনের সঙ্গে এক বৈঠকে রেুশ প্রেসিডেন্ট পুতিন আরো বলেন, আপনারা যেমনটি রিপোর্ট দিয়েছেন রাশিয়ার বেসামরিক অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে এটি ছিল একটি সন্ত্রাসী হামলা।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সিনিয়র উপদেষ্টা মিখাইল ইউদুলাক ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনাকে স্বাগত জানিয়ে বলেন, ক্রিমিয়া উপদ্বীপকে ইউক্রেনে ফিরিয়ে আনতে হবে। তিনি এক টুইটার বার্তায় আরো বলেন, ক্রিমিয়ার সংযোগ সেতুতে যা ঘটেছে তা ঘটনার শুরু মাত্র।

ইউক্রেনের এই পদস্থ কর্মকর্তা বলেন, ক্রিমিয়ায় যত অবৈধ স্থাপনা তৈরি হয়েছে তার সব ধ্বংস করতে হবে এবং সেখান থেকে যত সম্পদ চুরি হয়েছে তা ফিরিয়ে আনতে হবে। আরো আগে  ইউদুলাক সরাসরি ক্রিমিয়ার সংযোগ সড়ক উড়িয়ে দেয়া হবে বলে হুমকি দিয়েছিলেন।

ক্রিমিয়ায় ২০১৪ সালে অনুষ্ঠিত এক গণভোটের রায় অনুযায়ী এই উপত্যকাকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে নিয়েছিল মস্কো।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।