ইউক্রেনকে সরবরাহ করার মতো মার্কিন গোলাবারুদের মজুদ শেষের দিকে: ফক্স নিউজ
(last modified Sun, 16 Oct 2022 10:57:39 GMT )
অক্টোবর ১৬, ২০২২ ১৬:৫৭ Asia/Dhaka
  • স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্র
    স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্র

ইউক্রেনকে সাহায্য করার জন্য মার্কিন গোলাবারুদের মজুদ শেষ হয়ে আসছে। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে মার্কিন স্যাটেলাইট চ্যানেল ফক্স নিউজ জানিয়েছে, ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখার ক্ষমতা সমাপ্তির দিকে।

রুশ সীমান্তে ন্যাটোর উস্কানিমূলক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে গত ২৪ ফেব্রুয়ারি মস্কো ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। পশ্চিমা দেশগুলি বিশেষ করে আমেরিকা ইউক্রেনে উত্তেজনা কমাতে কিংবা সংঘাত বন্ধ করতে কোনো পদক্ষেপ তো নেয়ই নি বরং অস্ত্রশস্ত্র পাঠিয়ে এবং রাশিয়ার ওপর ভয়াবহ চাপ সৃষ্টি করে যুদ্ধের আগুনে ঘি ঢেলে দিয়েছে। মার্কিন কংগ্রেসের কর্মকর্তা এবং সামরিক বিশেষজ্ঞদের বরাত দিয়ে ফক্স নিউজ টিভি আরও জানিয়েছে বর্তমানে ইউক্রেনকে সহায়তা দেওয়ার মতো পর্যাপ্ত সামরিক সরঞ্জাম আমেরিকার হাতে নেই। চ্যানেলটি আরও জানিয়েছে অচিরেই আমেরিকা কিয়েভকে সামরিক অস্ত্র সরবরাহের পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হবে। বিশেষ করে হিমার্স রকেট লাঞ্চার, হুইটজার কামান, স্ট্রিঙ্গার এবং জ্যাভলিন ক্ষেপণাস্ত্র সরবরাহ কমিয়ে দেবে। ফক্স নিউজ আরও জানায় আমেরিকার কোনো কোনো অস্ত্রের মজুদ কার্যত শেষ হয়ে গেছে, ওয়াশিংটন তাই উত্তেজনা বৃদ্ধির ব্যাপারে উদ্বিগ্ন।

এর আগেও ব্লুমবার্গ নিউজ পোর্টাল লিখেছিল ইউরোপের যেসব দেশ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করেছে তাদেরও অস্ত্রের মজুত ফুরিয়ে গেছে। অস্ত্রের ঘাটতি পূরণ করতে সেসব দেশের কয়েক বছর সময় লাগতে পারে বলে  ব্লুমবার্গ জানিয়েছে। ইউক্রেনকে বিলিয়ন ডলারের অস্ত্র দেওয়ার ফলে ইউরোপীয় দেশগুলোর গোলাবারুদ মজুদের ওপর চাপ পড়বে। এমনকি ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষাও সমস্যার মুখে পড়তে পারে বলে ব্লুমবার্গ জানিয়েছে।#

পার্সটুডে/এনএম/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ