গ্যাসের মূল্য নির্ধারণ করে দিতে পারবে না ইউরোপীয় ইউনিয়ন: ব্লুমবার্গ
https://parstoday.ir/bn/news/world-i114654-গ্যাসের_মূল্য_নির্ধারণ_করে_দিতে_পারবে_না_ইউরোপীয়_ইউনিয়ন_ব্লুমবার্গ
প্রাকৃতিক গ্যাসের মূল্য নির্ধারণ করে দেয়া থেকে বিরত থাকবে ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হলেও তাতে দাম নির্ধারণ করা হয়নি।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
অক্টোবর ১৮, ২০২২ ১৮:৩৩ Asia/Dhaka
  • গ্যাসের মূল্য নির্ধারণ করে দিতে পারবে না ইউরোপীয় ইউনিয়ন: ব্লুমবার্গ

প্রাকৃতিক গ্যাসের মূল্য নির্ধারণ করে দেয়া থেকে বিরত থাকবে ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হলেও তাতে দাম নির্ধারণ করা হয়নি।

মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ আজ (মঙ্গলবার) এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, গ্যাসের প্রাপ্তি সহজ করা এবং চলমান সংকট নিরসনের জন্য খসড়া প্রস্তাবে বেশ কিছু পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, আসন্ন শীতকালকে সামনে রেখে এখন জরুরীভিত্তিতে কাজ করা দরকার। গ্যাসের দামের বর্তমান পরিস্থিতি অর্থনৈতিক এবং সামাজিক দূরাবস্থাকে চাপিয়ে দিয়েছে।

ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে তৈরি করা খসড়ায় বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জ্বালানি সংকট কিভাবে মোকাবেলা করা যায় এবং দাম কমানোর পথ কি তার কিছু দিক নির্দেশনা রয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের তহবিল থেকে ৪ হাজার কোটি ইউরো বরাদ্দ দেয়া হয়েছে।

গ্যাসের সংকট নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে বৈঠকে বসবে  ইউরোপীয় ইউনিয়ন।

পার্সটুডে/এসআইবি/১৮