ড্রোন সরবরাহের মিথ্যা অভিযোগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ
https://parstoday.ir/bn/news/world-i114754-ড্রোন_সরবরাহের_মিথ্যা_অভিযোগে_ইরানের_বিরুদ্ধে_নিষেধাজ্ঞা_দিচ্ছে_ইইউ
রাশিয়াকে ড্রোন সরবরাহের মিথ্যা অভিযোগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এই জোটের বর্তমান সভাপতি হিসেবে চেক প্রজাতন্ত্র আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২০, ২০২২ ১৮:৫৬ Asia/Dhaka
  • ড্রোন সরবরাহের মিথ্যা অভিযোগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ

রাশিয়াকে ড্রোন সরবরাহের মিথ্যা অভিযোগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এই জোটের বর্তমান সভাপতি হিসেবে চেক প্রজাতন্ত্র আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।

দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয়েছে। তারা আরও বলেছে, এই সিদ্ধান্ত অনুযায়ী ড্রোন সরবরাহের সঙ্গে জড়িত ইরানের তিন জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটিকে হাজার হাজার কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করেছে পশ্চিমা দেশগুলো। এ অবস্থায় ইরানের বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ তুলে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিল ইউরোপীয় জোট। অবশ্য ইরান প্রথম থেকেই বলে আসছে, দেশটি যুদ্ধের বিরোধী এবং রাশিয়াকে ইউক্রেনে ব্যবহারের জন্য কোনো ড্রোন সরবরাহ করা হয়নি।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি গতকালও বলেছেন, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন পাঠানোর অভিযোগ পুরোপুরি মিথ্যা।#

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।