রাশিয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার: ওআইসি মহাসচিব
https://parstoday.ir/bn/news/world-i114910-রাশিয়া_আমাদের_অত্যন্ত_গুরুত্বপূর্ণ_অংশীদার_ওআইসি_মহাসচিব
রাশিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৪, ২০২২ ২০:৪৪ Asia/Dhaka
  • হুসাইন ইব্রাহিম ত্বাহা
    হুসাইন ইব্রাহিম ত্বাহা

রাশিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি।

সংস্থাটির মহাসচিব হুসাইন ইব্রাহিম ত্বাহা আজ (সোমবার) বলেছেন- ওআইসি'র পর্যবেক্ষক সদস্য হিসেবে রাশিয়ার সঙ্গে সংস্থার সব দেশের সহযোগিতা জোরদার করা উচিত। ওআইসি ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।

হুসাইন ইব্রাহিম ত্বাহা আরও বলেন, যা ঘটছে তা উপলব্ধি করতে শুরু করেছে গোটা বিশ্ব। এ অবস্থায় রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব এবং সম্পর্ক উন্নয়নের গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরার উপযুক্ত সময় এসে গেছে।

ওআইসি'র একটি প্রতিনিধিদল গতকাল (রোববার) রাশিয়া সফর করেছেন। সেখানে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ দেশটির কয়েক জন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাত করেন। রুশ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় নিয়ে তার আলোচনা হয়েছে।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।