আমেরিকার পরমাণু যুদ্ধের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে: উত্তর কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i115270-আমেরিকার_পরমাণু_যুদ্ধের_পরিকল্পনা_চূড়ান্ত_পর্যায়ে_উত্তর_কোরিয়া
আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া যে বিশাল বিমান মহড়া শুরু করেছে তার নিন্দা জানিয়ে উত্তর কোরিয়া বলেছেন, পিয়ংইয়ংয়ের ওপর পরমাণু হামলা চালানোর প্রস্তুতি হিসেবে দুই দেশ এই বিমান মহড়া চালাচ্ছে। গতকাল (সোমবার) থেকে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া বিমান মহড়া শুরু করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০১, ২০২২ ১৫:৩১ Asia/Dhaka
  • আমেরিকার এফ-৩৫ বিমান
    আমেরিকার এফ-৩৫ বিমান

আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া যে বিশাল বিমান মহড়া শুরু করেছে তার নিন্দা জানিয়ে উত্তর কোরিয়া বলেছেন, পিয়ংইয়ংয়ের ওপর পরমাণু হামলা চালানোর প্রস্তুতি হিসেবে দুই দেশ এই বিমান মহড়া চালাচ্ছে। গতকাল (সোমবার) থেকে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া বিমান মহড়া শুরু করে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই বিমান মহড়াকে আগ্রাসনমূলক যুদ্ধ-মহড়া হিসেবে উল্লেখ করেন যার লক্ষ্য হচ্ছে উত্তর কোরিয়ার কৌশলগত স্থাপনাগুলোতে হামলা চালানো। আমেরিকা এই ধরনের কোন পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে দেশটিকে মারাত্মক প্রতিরোধের মুখে পড়তে হবে বলে সতর্ক করেন  ওই কর্মকর্তা।

উত্তর কোরিয়ার মুখপত্র আরো বলেন, “বিশ্বের কোথাও আমরা আমেরিকাকে এই ধরনের আগ্রাসী চরিত্রের কোনো সামরিক মহড়া পরিচালনা করতে দেখিনি। কোথাও তারা এত দীর্ঘ মিয়াদে, বিশাল পরিসরে এবং এত বিমান জড়ো করে মহড়া পরিচালনা করে না। বিশাল ও দীর্ঘ এই মহড়া পরিচালনা করে আমেরিকা এটাই দেখিয়েছে যে, তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু হামলার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া ‘ভিজিল্যান্ট স্টর্ম’ নামে এ মহড়া সোমবার থেকে শুরু করে এবং শুক্রবার পর্যন্ত তা চলবে। মহড়ায় দুই দেশ কয়েকশ বিমান যুক্ত করে।#

পার্সটুডে/এসআইবি/১