ইউক্রেনের সন্ত্রাসীদের ষড়যন্ত্র ব্যর্থ, গুপ্তচর সংস্থার ৯ সদস্য আটক
https://parstoday.ir/bn/news/world-i115614-ইউক্রেনের_সন্ত্রাসীদের_ষড়যন্ত্র_ব্যর্থ_গুপ্তচর_সংস্থার_৯_সদস্য_আটক
রাশিয়া নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলে থেকে ইউক্রেনের গুপ্তরচর সংস্থার নয় সদস্যকে আটক করা হয়েছে। এসব গুপ্তচর খেরসন অঞ্চলে নাশকতামূলক তৎপরতা চালানোর পরিকল্পনা করছিল কিন্তু রুশ সামরিক বাহিনী তাদের আটক করে সে পরিকল্পনা নস্যাৎ করে দেয়। 
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ০৮, ২০২২ ১৮:৩১ Asia/Dhaka
  • ইউক্রেনের সন্ত্রাসীদের ষড়যন্ত্র ব্যর্থ, গুপ্তচর সংস্থার ৯ সদস্য আটক

রাশিয়া নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলে থেকে ইউক্রেনের গুপ্তরচর সংস্থার নয় সদস্যকে আটক করা হয়েছে। এসব গুপ্তচর খেরসন অঞ্চলে নাশকতামূলক তৎপরতা চালানোর পরিকল্পনা করছিল কিন্তু রুশ সামরিক বাহিনী তাদের আটক করে সে পরিকল্পনা নস্যাৎ করে দেয়। 

এই গ্রুপের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তারা সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়েছিল। খেরসন অঞ্চলে আটক হওয়া ইউক্রেনের ওই নয় নাগরিক গোয়েন্দা বাহিনীতে কাজ করতো। তাদেরকে অপারেশনে পাঠিয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দূরবর্তী স্থানে থেকে মিশন পর্যবেক্ষণ করছিলেন।

নয় সদস্যকে আটকের পাশাপাশি রাশিয়ার সেনারা পাঁচ কিলোগ্রাম বিস্ফোরক বোঝাই একটি ব্যাগ, বৈদ্যুতিক ডেটোনেটর, তিনটি গ্রেনেড, কয়েকটি ছোট আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। এর পাশাপাশি তাদের কাছ থেকে গোয়েন্দাবৃত্তির আরো কিছু উপাদান উদ্ধার করা হয়েছে।

রাশিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে তারা একটি বিস্ফোরক বোঝাই গাড়িও উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে- আটক ব্যক্তিরা এই গাড়ি হামলার কাজে ব্যবহারের জন্য রেখেছিল। আটক ব্যক্তিদের সবাইকে কারাগারে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৮