বিদ্যুৎ লাইনের ওপর বিমান বিধ্বস্ত, ৮৫ হাজার ঘরবাড়ি অন্ধকারে
https://parstoday.ir/bn/news/world-i116478-বিদ্যুৎ_লাইনের_ওপর_বিমান_বিধ্বস্ত_৮৫_হাজার_ঘরবাড়ি_অন্ধকারে
আমেরিকার মেরিল্যান্ড অঙ্গরাজ্যেরর মন্টগোমারি কাউন্টির বিদ্যুৎ লাইনের ওপর একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার কারণে সেখানকার অন্তত ৮৫ হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন অবস্থায় পড়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৮, ২০২২ ১৩:০৩ Asia/Dhaka
  •  বিদ্যুৎ লাইনের ওপর বিমান বিধ্বস্ত, ৮৫ হাজার ঘরবাড়ি অন্ধকারে

আমেরিকার মেরিল্যান্ড অঙ্গরাজ্যেরর মন্টগোমারি কাউন্টির বিদ্যুৎ লাইনের ওপর একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার কারণে সেখানকার অন্তত ৮৫ হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন অবস্থায় পড়েছে।

স্থানীয় সময় গতকাল (রোববার) বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে মন্টগোমারি কাউন্টি এয়ার পার্কের কাছে বিদ্যুত লাইনের ওপর এক ইঞ্জিনবিশিষ্ট মুনি এম২০জে বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বিমানের ২ আরোহী প্রায় ১০০ ফুট উপরে উপর ঝুলন্ত অবস্থায় থাকে। দুঘৃটনায় বিমানটি একেবারে ভেঙেচুরে যায়নি।

মেরিল্যান্ড পুলিশ জানিয়েছে, বিমানটিতে পাইলট হিসেবে প্যাট্রিক মাইকেল এবং যাত্রী জ্যান উইলিয়ামস রয়েছেন। পাইলটের বাড়ি ওয়াশিংটন ডিসিতে এবং উইলিয়ামস হলেন লুইজিয়ানা অঙ্গরাজের অধিবাসী। বৃষ্টির মধ্যে বিমানটি ওই বিদ্যুতের লাইনের ওপরে পড়ে তবে দুর্ঘটনার মূল কারণ এখনো জানা যায়নি।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।