মরক্কোর কাছে হেরে যাওয়ার পর বেলজিয়ামে দাঙ্গা
https://parstoday.ir/bn/news/world-i116486-মরক্কোর_কাছে_হেরে_যাওয়ার_পর_বেলজিয়ামে_দাঙ্গা
কাতার বিশ্বকাপ ফুটবলে গতকাল (রোববার) আফ্রিকার দেশ মরোক্কোর কাছে ২-০ গোলে হেরে যাওয়ার পর এবারের আসরের অন্যতম ফেভারিট দল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে প্রচণ্ড দাঙ্গা হয়েছে। শুধু ব্রাসেলসে নয়, দেশের আরো কয়েকটি শহরে এ ধরনের সহিংসতা হয়েছে এবং ফুটবল দর্শকরা গাড়িতে আগুন দেয়ার পাশাপাশি বহু দোকানপাট ভাঙচুর করে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ২৮, ২০২২ ১৫:২৯ Asia/Dhaka

কাতার বিশ্বকাপ ফুটবলে গতকাল (রোববার) আফ্রিকার দেশ মরোক্কোর কাছে ২-০ গোলে হেরে যাওয়ার পর এবারের আসরের অন্যতম ফেভারিট দল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে প্রচণ্ড দাঙ্গা হয়েছে। শুধু ব্রাসেলসে নয়, দেশের আরো কয়েকটি শহরে এ ধরনের সহিংসতা হয়েছে এবং ফুটবল দর্শকরা গাড়িতে আগুন দেয়ার পাশাপাশি বহু দোকানপাট ভাঙচুর করে।

পরিস্থিতি শান্ত করতে পুলিশ জল কামান মোতায়েন করে এবং উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে ব্যাপকমাত্রায় টিয়ারগ্যাস ছোড়ে।

গতকালের এই দাঙ্গায় অন্তত একজন আহত হয়েছে বলে ব্রাসেলসের পুলিশ মুখপাত্র জানিয়েছেন। তিনি জানান, পুলিশ এবং দাঙ্গাকারীদের মধ্যে প্রচণ্ড সহিংসতার মধ্যে অন্তত ১১ ব্যক্তিকে আটক করা হয়েছে।

বেলজিয়ামের সর্ববৃহৎ অ্যান্তোয়ার্প শহর থেকে আটজনকে আটক করা হয়। দাঙ্গাকারীদের হামলায় রটেরডাম শহরে দুই পুলিশ আহত হয়েছেন। দাঙ্গাকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল এবং কাঁচের বোতল ছুড়ে মারে। রাজধানী ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ জোরালো ভাষায় দাঙ্গার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি শহরের প্রাণকেন্দ্র থেকে বিক্ষোভকারীদের সরে যাওয়ার আহ্বান জানান। তিনি জানান, সিটি কর্তৃপক্ষ সর্বাত্মকভাবে শহরের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। টুইটারে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন। পাশাপাশি তিনি এ কথাও জানিয়েছেন যে, দাঙ্গাকারীদের ধরার জন্য তিনি পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২৮