ক্রিমিয়া বন্দরে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i116948-ক্রিমিয়া_বন্দরে_ইউক্রেনের_ড্রোন_হামলা_প্রতিহত_করল_রাশিয়া
রাশিয়ার নৌবাহিনী ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরের ওপর ইউক্রেনের পক্ষ থেকে একটি ড্রোন হামলা রুখে দিয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে এই ঘটনা ঘটে বলে সেভাস্তোপোল শহরের গভর্নর মিখাইল রাজভোঝায়েভ এ কথা জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২২ ১৯:১১ Asia/Dhaka
  • ক্রিমিয়া বন্দরে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া

রাশিয়ার নৌবাহিনী ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরের ওপর ইউক্রেনের পক্ষ থেকে একটি ড্রোন হামলা রুখে দিয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে এই ঘটনা ঘটে বলে সেভাস্তোপোল শহরের গভর্নর মিখাইল রাজভোঝায়েভ এ কথা জানিয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে এই বন্দরের ওপর বেশ কয়েকবার ইউক্রেন হামলা চালানোর চেষ্টা করেছে। ক্রিমিয়া উপদ্বীপের দক্ষিণ উপকূলে সেভাস্তোপোল বন্দর অবস্থিত। কৌশলগত দিক দিয়ে এর বিশেষ গুরুত্ব রয়েছে। 

এজন্য মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের সঙ্গে সেভাস্তোপোল শহর একই মর্যাদার অধিকারী এবং এটিও গভর্নর শাসিত শহর।

আজ সকালে শহরের গভর্নর রাজভোঝায়েভ টেলিগ্রাম চ্যানেলে যে এক পোস্টে জানান, আজ সকালে রাশিয়ার কৃষ্ণসাগরীয় বহর সাগরের উপর একটি ড্রোন গুলি করে করে ভূপতিতে করেছে।

তিনি সামরিক বাহিনীর প্রশংসা করে বলেছেন, তারা বিষয়টি অত্যন্ত পেশাদারিত্বের সাথে মোকাবেলা করেছে।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।