ইউক্রেনকে অস্ত্র সরবরাহের পরিণতি নিয়ে পাশ্চাত্যকে হুঁশিয়ার করল রাশিয়া
(last modified Sat, 10 Dec 2022 13:47:53 GMT )
ডিসেম্বর ১০, ২০২২ ১৯:৪৭ Asia/Dhaka
  • ইউক্রেনের হামলায় রাশিয়ার ক্ষতিগ্রস্ত অবকাঠামো
    ইউক্রেনের হামলায় রাশিয়ার ক্ষতিগ্রস্ত অবকাঠামো

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, পশ্চিমা যেসব দেশ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে এবং সেই সমস্ত অস্ত্র রাশিয়ার ভেতরের স্কুল ও ঘরবাড়ি ধ্বংসের কাজে ব্যবহার করা হচ্ছে- সেসব দেশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গতকাল (শুক্রবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তৃতা দিতে গিয়ে ভ্যাসলি নেবেন জিয়া এসব কথা বলেন। তিনি জানান, গত ৪ ডিসেম্বর দোনেস্ক অঞ্চলের স্পোর্টস এরেনাতে খাবার পানি বিতরণের সময় সেখানে ইউক্রেনের সামরিক বাহিনী কামানের গোলাবর্ষণ করে। ইউক্রেনের সেনারা এসব কামানের গোলা পশ্চিমা দেশগুলোর কাছ থেকে পেয়েছে। ভ্যাসিলি নেবেন জিয়া বলেন, ইউক্রেনের সেনারা কার্যত শহরকে মাটির সাথে মিশিয়ে দেয়ার চেষ্টা করছে।
তিনি জানান, ২৭ নভেম্বর থেকে এ পর্যন্ত ইউক্রেনের সেনাদের হাতে দোনবাস অঞ্চলে ২২ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ৮০ জন আহত হয়েছেন। এর বাইরে বহু সংখ্যক ঘরবাড়ি ও স্কুল ভবন ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সমস্ত হামলায় ইউক্রেন আমেরিকার দেয়া হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।
ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, আমরা আমেরিকা ও তার মিত্র দেশগুলোর এ অপরাধমূলক সমস্ত তথ্য তারা রেকর্ড করছেন। এ সমস্ত অপরাধমূলক তৎপরতার সাথে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে ঘোষণা দেন নেবেন জিয়া।#
পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ