ইউক্রেনকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’ দেবে আমেরিকা
(last modified Thu, 22 Dec 2022 03:55:07 GMT )
ডিসেম্বর ২২, ২০২২ ০৯:৫৫ Asia/Dhaka
  • জো বাইডেনের সঙ্গে ভলোদিমির জেলেনস্কির বৈঠক
    জো বাইডেনের সঙ্গে ভলোদিমির জেলেনস্কির বৈঠক

মার্কিন সরকার অবশেষে ইউক্রেনকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’ দিতে সম্মত হয়েছে। সেইসঙ্গে যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনকে নতুন করে আরো ১৮৫ কোটি ডলারের সমরাস্ত্র দেয়া হবে বলে ঘোষণা করেছে ওয়াশিংটন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যখন ওয়াশিংটন সফর করছেন তখন মার্কিন সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হলো। গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পর এই প্রথম জেলেনস্কি বিদেশ সফরে গেলেন।

রাশিয়া হামলা শুরু করার পর থেকেই দেশটির ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ভূপাতিত করার লক্ষ্যে আমেরিকার কাছে প্যাট্রিয়ট ব্যবস্থা চেয়ে আসছিল কিয়েভ। কিন্তু রাশিয়ার সম্ভাব্য কঠোর প্রতিক্রিয়া এবং যুদ্ধে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কায় এতদিন ওয়াশিংটন কিয়েভের এই অনুরোধ প্রত্যাখ্যান করে আসছিল।

পোল্যান্ডে মোতায়েন প্যাট্টিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (ফাইল ফটো)

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল (বুধবার) এক বিবৃতিতে বলেন, “আমরা প্রথমবারের মতো ইউক্রেনকে প্যাট্রিয়ট দিতে যাচ্ছি।এই ব্যবস্থা আগে সরবরাহ করা ব্যবস্থাগুলোর তুলনায় অনেক নিখুঁতভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র, স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম।”

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে পূর্বদিকে বিস্তারের মার্কিন নীতির কারণে সৃষ্ট ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়ায়নি আমেরিকা। তবে গত ১০ মাসে শত শত কোটি ডলারের অত্যাধুনিক সমরাস্ত্র দিয়ে কিয়েভেকে সহযোগিতা করেছে ওয়াশিংটন।

এদিকে, বুধবারই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি মার্কিন কংগ্রেসেও বক্তব্য রাখবেন বলে কথা রয়েছে। জেলেনস্কির ওয়াশিংটন সফরের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘অস্ত্র, অস্ত্র এবং আরো অস্ত্র চাই।’#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২২

ট্যাগ