রুশ সমরাস্ত্রের উৎপাদন ব্যাপকভাবে বাড়ানোর নির্দেশ দিলেন পুতিন
(last modified Sun, 25 Dec 2022 04:24:54 GMT )
ডিসেম্বর ২৫, ২০২২ ১০:২৪ Asia/Dhaka
  • পুতিন
    পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমরাস্ত্রের উৎপাদন ব্যাপকভাবে বাড়াতে তার দেশের সমরাস্ত্র ও প্রতিরক্ষা শিল্পের দায়িত্বশীলদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনে অভিযান পরিচালনারত রুশ সেনারা যাতে দ্রুততম সময়ের মধ্যে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পেয়ে যায় সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

পুতিন শুক্রবার রাশিয়ার তুলা শহরে সমরাস্ত্র নির্মাণকারী একটি প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে এ নির্দেশ জারি করেন।

তিনি বলেন, সেনাবাহিনী বিশেষ করে যারা ফ্রন্টলাইনে যুদ্ধ করছে তাদের জন্য প্রয়োজনীয় সবকিছু দ্রুততম সময়ের মধ্যে সরবরাহ করতে হবে। সেইসঙ্গে তিনি বলেন, তাড়াহুড়ো করতে গিয়ে সমরাস্ত্রের গুণগত মানের সঙ্গেও আপোষ করা যাবে না।

এর আগে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট বলেছিলেন, সেনাবাহিনীর প্রয়োজন পূরণ করার ক্ষেত্রে ‘বাজেট’ কোনো সমস্যা নয়।তবে একইসঙ্গে তিনি রুশ অর্থনীতির ‘সামরিকীকরণেরও’ বিরোধিতা করেন।

ইউক্রেনে যখন প্রায় ১০ মাস ধরে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ চলছে তখন এ দিক-নির্দেশনা জারি করলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন।

আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তরে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ