রাশিয়ার জ্বালানি সম্পদের ওপর পশ্চিমা মূল্যসীমা কখনো গ্রহণ করবে না মস্কো
https://parstoday.ir/bn/news/world-i117650-রাশিয়ার_জ্বালানি_সম্পদের_ওপর_পশ্চিমা_মূল্যসীমা_কখনো_গ্রহণ_করবে_না_মস্কো
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তার দেশের তেল সম্পদের ওপর পশ্চিমাদের বেধে দেয়া মূল্যসীমা কখনো তারা গ্রহণ করবেন না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৬, ২০২২ ১৪:৫৫ Asia/Dhaka
  • দিমিত্রি পেসকভ
    দিমিত্রি পেসকভ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তার দেশের তেল সম্পদের ওপর পশ্চিমাদের বেধে দেয়া মূল্যসীমা কখনো তারা গ্রহণ করবেন না।

গতকাল (রোববার) একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে পেসকভ বলেন, বিদেশীদের বেঁধে দেয়া কোনো ধরনের মূল্যসীমা গ্রহণযোগ্য নয়, তা যদি বাজারদরের চেয়ে বেশি হয় তাহলেও তা গ্রহণ করা যায় না, কারণ এটি নীতির প্রশ্ন। 
তিনি বলেন, বিদেশিদের মূল্য বেধে দেয়া হচ্ছে বাজারদর প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা; এ কারণে বিদেশিদের বেধে দেয়া মূল্যসীমা মানার কোনো প্রশ্নই নেই। পেসকভ বলেন, “আজকে যদি আমরা এই মূল্যসীমা গ্রহণ করি তাহলে আগামীকাল আমাদের স্বার্থের পরিপন্থী আরো অন্য কোন কিছু গ্রহণ করতে হবে। ফলে আমরা কখনো বাজার মূল্য প্রক্রিয়া ধ্বংস করার কোনো পদ্ধতিকে গ্রহণ করবো না।”
গত ২ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়ন এবং শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেন রাশিয়ার তেলের দাম ব্যারেল প্রতি ৬০ ডলার বেঁধে দিয়েছে। সে সময় তারা বলেছে, এই দামের চেয়ে বেশি দামে কেউ যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনে তাহলে তারা শাস্তির মুখে পড়বে। রাশিয়া শুরু থেকেই বলে আসছে, তারা পশ্চিমাদের বেধে দেয়া এই মূল্যসীমা মানবে না।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।