আফগানিস্তানে কর্মকাণ্ড বন্ধ করলো কয়েকটি বিদেশি এনজিও
https://parstoday.ir/bn/news/world-i117660-আফগানিস্তানে_কর্মকাণ্ড_বন্ধ_করলো_কয়েকটি_বিদেশি_এনজিও
আফগানিস্তানে কয়েকটি আন্তর্জাতিক এনজিও তাদের কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করেছে। তালেবান সরকার আফগানিস্তানে তৎপর এনজিওতে নারী কর্মীদের অংশগ্রহণ নিষিদ্ধ করার নির্দেশ দেয়ার পর বেশ কয়েকটি আন্তর্জাতিক এনজিও তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৬, ২০২২ ১৭:৩৭ Asia/Dhaka
  • আফগানিস্তানে কর্মকাণ্ড বন্ধ করলো কয়েকটি বিদেশি এনজিও

আফগানিস্তানে কয়েকটি আন্তর্জাতিক এনজিও তাদের কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করেছে। তালেবান সরকার আফগানিস্তানে তৎপর এনজিওতে নারী কর্মীদের অংশগ্রহণ নিষিদ্ধ করার নির্দেশ দেয়ার পর বেশ কয়েকটি আন্তর্জাতিক এনজিও তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

গতকাল রোববার এক যৌথ বিবৃতির মাধ্যমে কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে সেইভ দ্যা চিলড্রেন, দি নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল এবং কেয়ার ইন্টারন্যাশনাল। সংস্থা তিনটি এক বিবৃতিতে বলেছে, “নারী সহকর্মী ছাড়া আমরা কার্যকরভাবে শিশু, নারী এবং অসহায় পুরুষদের কাছে ঠিকমতো আমাদের কার্যক্রম পৌঁছাতে পারছি না।”

গত বছরের আগস্ট মাস থেকে এই সমস্যা কমবেশি দেখা দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গত বছরের আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করে।

আলাদাভাবে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি নামে আরেকটি এনজিও ভিন্ন বিবৃতিতে তাদের কার্যক্রম স্থগিত করার কথা জানিয়েছে। এই এনজিওটিও কার্যক্রম স্থগিত করার বিষয়ে একই কারণ তুলে ধরেছে। এনজিওটি জানিয়েছে, আফগানিস্তানে তাদের মোট জনশক্তি আট হাজার যার মধ্যে তিন হাজার হচ্ছে নারী।

হিজাব না পরার কারণ দেখিয়ে দেশী-বিদেশি এনজিওতে নারীদের কাজ করা নিষিদ্ধ করেছে তালেবান। এই নির্দেশ লঙ্ঘন করা হলে তাদের লাইসেন্স বাতিলের হুমকি দেয়া হয়েছে। এই নির্দেশের একদিন পর এনজিওগুলো তাদের কার্যক্রম গুটিয়ে নেয়ার ঘোষণা দিল। তালেবান তাদের নির্দেশের পক্ষে ব্যাখ্যা দিয়ে বলছে, এনজিও কর্মীরা হিজাব না পরে ইসলামি শরিয়ার পোশাকের আইন ভঙ্গ করছে।#

পার্সটুডে/এসআইবি/২৬