প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সাথে অংশীদারিত্ব ইরানের পররাষ্ট্রনীতি: আরেফ
-
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ
পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইরান ও আফগানিস্তানের বেসরকারি খাতের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
রোববার, আফগান বিষয়ক এক সমন্বয় সভায়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন: ইসলামী বিপ্লব বিজয়ের শুরু থেকেই ইরানের কূটনৈতিক কৌশল ছিল প্রতিবেশী এবং ইসলামী দেশগুলোর সাথে সম্পর্ক গড়ে তোলা। তিনি বলেছেন: প্রতিবেশী এবং ইসলামী দেশগুলোর বাইরে পারস্পরিক সম্মান, প্রজ্ঞা ও সুবিধা'র কাঠামোর মধ্যে, আমরা বিশ্বের সকল দেশের সাথে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। পার্সটুডে আরও জানায় তিনি বলেছেন: ইরানের ১৪তম সরকারে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন জোরদার হয়েছে, বিশেষ করে আঞ্চলিক প্রক্রিয়াগুলোর সাথে যেখানে আমাদের উপস্থিতি রয়েছে।
পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশ হিসেবে আফগানিস্তানের সাথে আমাদের অনেক সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ভাষাগত মিল রয়েছে-এ কথা উল্লেখ করে আরেফ জোর দিয়ে বলেন: আমরা গর্বিত যে আমরা সাম্রাজ্যবাদী, লুণ্ঠনকারী এবং লোভী মতাদর্শের দ্বারা নিপীড়িত আমাদের প্রতিবেশি আফগান ভাইদের কয়েক দশক ধরে আতিথ্য দিতে পেরেছি। এ বিষয়ে ইরানের অবস্থান সম্পূর্ণ স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ছিল। তিনি বলেন, সংকটকালে আমাদের নিজস্ব সমস্যা থাকা সত্ত্বেও আমরা আফগান ভাইদের সাহায্য করার জন্য সচেষ্ট ছিলাম।
ইরান সর্বদাই আফগান শরণার্থীদের গ্রহণ করে এসেছে এবং যদি তাদের মধ্যে সম্পর্কের কোনও ব্যবধান থাকে তবে তা আফগানিস্তানের শাসক দলের দৃষ্টিভঙ্গির কারণে হয়েছে। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট বলেন: আফগানিস্তানের ক্ষমতাসীন দলের দৃঢ় সংকল্প হল ইরানের সাথে সম্পর্ক গড়ে তোলা এবং গত এক বছরে বিনিময় ও আদান-প্রদানের পরিমাণ প্রমাণ করে ইরানের সাথে আফগানিস্তানের সহযোগিতা গভীর ও শক্তিশালী হয়েছে।#
পার্সটুডে/এনএম/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন