পুতিনকে গুপ্ত হত্যার হুমকি দিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা
https://parstoday.ir/bn/news/world-i117724-পুতিনকে_গুপ্ত_হত্যার_হুমকি_দিয়েছেন_পেন্টাগনের_কর্মকর্তারা
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিনকে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের অজ্ঞাত কয়েকজন কর্মকর্তা গুপ্ত হত্যার হুমকি দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৮, ২০২২ ১৩:১৩ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিনকে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের অজ্ঞাত কয়েকজন কর্মকর্তা গুপ্ত হত্যার হুমকি দিয়েছেন।

গতকাল (মঙ্গলবার) রাশিয়ার বার্তা সংস্থা তাসকে দেয়া সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, "যারা ওয়াশিংটনে আছে তারাই সবচেয়ে বাড়াবাড়ি করছে বেশি। নাম পরিচয় প্রকাশ অনিচ্ছুক পেন্টাগনের কয়েকজন কর্মকর্তা ক্রেমলিনের ওপর হামলা চালানোর হুমকি দিয়েছেন যার অর্থ হল প্রেসিডেন্ট পুতিনকে হত্যার হুমকি দেয়া।” ল্যাভরভ বলেন, যদি কারো এই ধরনের কোনও পরিকল্পনা থাকে তাহলে তাদের এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে ভালো করে চিন্তা করা উচিত। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পশ্চিমা দেশগুলো থেকে পরমাণু হামলার উসকানি আসছে।

এ সময় তিনি সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের বক্তব্য তুলে ধরেন। নির্বাচনী প্রচারের সময় তিনি বলেছিলেন, প্রয়োজনে রাশিয়ার বিরুদ্ধে তিনি পরমাণু হামলার নির্দেশ দিতে প্রস্তুত রয়েছেন। একইভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন ন্যাটো সদস্য দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে পরমাণু হামলার আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।