ইউক্রেন যুদ্ধ:
রাশিয়ার বিমানঘাঁটিতে ড্রোন হামলার জেরে ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেন জানিয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে রাশিয়া নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইউক্রেনে রুশ হামলার অজুহাতে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো মস্কোর বিরুদ্ধে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। তার পাশাপাশি ইউক্রেনের সেনাবাহিনীকে সব ধরণের সামরিক অস্ত্র সরবরাহ করে। বিশেষজ্ঞদের মতে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার অন্যতম কারণ এটাই।
রাশিয়া বরাবরই বলে এসেছে ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সরবরাহের ঘটনা যুদ্ধকে দীর্ঘায়িত করবে এবং ওই সংঘাতের পরিণতি হবে অপ্রত্যাশিত। ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, রাশিয়ার ভূখণ্ডে একটি বিমান ঘাঁটিতে ইউক্রেন ড্রোন হামলা চালায়। তার তিন দিন পর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে মস্কো ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রুশ নয়া দফার ওই ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ছিল কিয়েভ, নিকুলাইফ এবং খারকিফ অঞ্চল।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানানো হয়েছে আজ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ১২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরের কর্মকর্তারা বলেছেন ওই শহরের শতকরা ৯০ ভাগ এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।#
পার্সটুডে/এনএম/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন