নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিল চীন
https://parstoday.ir/bn/news/world-i117850-নতুন_পররাষ্ট্রমন্ত্রী_নিয়োগ_দিল_চীন
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির জন্য তার জায়গায় নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আমিরকায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত কিন গ্যাং।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ৩১, ২০২২ ১৩:২৫ Asia/Dhaka
  • নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং
    নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির জন্য তার জায়গায় নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আমিরকায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত কিন গ্যাং।

ওয়াং ই চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং হচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী এবং তিনি এখন বেইজিংয়ের শীর্ষ কূটনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত অক্টোবর মাসে নতুন পররাষ্ট্রমন্ত্রী মনোনীত করে চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্যরা। তবে চূড়ান্তভাবে তার মনোনয়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত তা প্রকাশ করা হয়নি।

প্রথম বিবৃতিতেই পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং বলেছেন, চীনের কূটনীতি হবে দেশের জ্ঞান, পদক্ষেপ এবং কংগ্রেসের শক্তির ওপর ভিত্তি করে #

পার্সটুডে/এসআইবি/৩১